ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, বাংলার এই কয়েকটি জেলায় বৃষ্টির আশঙ্কা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক :  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। বাংলায় সরাসরি প্রভাব বিস্তার না করলেও এই ঘূর্ণাবর্তের কারণ আবহাওয়া আরও উত্তপ্ত হবে। কলকাতার তাপমাত্রা ছুঁতে চলেছে ৩৭° সেলসিয়াস ছুঁতে চলেছে। একই সঙ্গে প্রায় ৪০° ছোবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আপাতত শুকনোই থাকবে বাংলার আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৪%
বাতাস :  ১১.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%

   

আজকের আবহাওয়া
শুক্রবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ।  বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাওই। বেশ কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। যদিও বাতাসে শুষ্কতার কারণে খুব একটা অস্বস্তি বোধ হবে না। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস এবং ২৪°সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭° সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১° বেশি।  উত্তরবঙ্গে রৌদ্রজ্বল থাকবে আবহাওয়া। তবে আগামী কয়েকদিন ২° থেকে ৩° বাড়বে পাহাড়ের তাপমাত্রা।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকালের মধ্যে শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই। তবে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় ২-৩° সেলসিয়াস অবধি। শুক্রবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬° সেলসিয়াস। আজ দার্জিলিং এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে। ২৬° এবং ১৫° সেলসিয়াস।

অন্যদিকে, ররবিবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী ২ দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ তবে তারপর ৩ দিন মোটামুটি একই থাকবে আবহাওয়া। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে।  দাবদাহ চলবে সারাদিন জুড়েই। পশ্চিমের জেলা গুলিতে তাপপ্রবাহের সতর্কতা। দিন দুয়েকের মধ্যেই ৪০° সেলসিয়াস পেরোতে পারে পশ্চিমের জেলাগুলির উষ্ণতা এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মার্চের মধ্যেই একটি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস। পরিষ্কার রৌদ্রজ্বল থাকতে পারে কিছু এলাকার আকাশ। মাত্রাতিরিক্ত গরমে দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গবাসী

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর