আজকের রাশিফল ১০ মার্চ শুক্রবার, জেনে নিন কেমন কাটবে আপনার দিন

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আজ কোনো পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। মনে রাখবেন, আজ আপনার সব সমস্যার জন্য সেরা সমাধান হল হাসি। তাই, অবশ্যই নিজের মন ভালো রাখুন। আজ আপনি বন্ধুদের সাথে কোনো পার্টিতে প্রচুর অর্থব্যয় করতে পারেন। তা সত্বেও আপনার আর্থিক দিকটি আজ সবল থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃষ রাশি: ডাক মারফত আসা কোনো চিঠি আজ পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। ব্যস্ত সময়সূচি থাকা সত্বেও আজ আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে। কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি দারুণ অর্থ উপার্জন করতে পারেন। অবসর সময়ে আজ আপনি কোনো সিনেমা দেখলেও সেটি আপনার পছন্দ হবে না। যার ফলে শেষপর্যন্ত সময়টা নষ্টই হবে। অর্ধাঙ্গিনীর সাথে আজ কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে।

মিথুন রাশি: কোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি আপনার স্ত্রীর সাথে কোনো পারিবারিক সমস্যা ভাগ করে নিতে পারেন। ব্যবসায়ীরা আজ দুর্দান্ত লাভের সম্মুখীন হতে পারেন। আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেই বিষয়ে সতর্ক থাকুন। এই রাশির জাতকেরা আজকে অবসর সময়ে কোনো সৃজনশীল কাজ করার পরিকল্পনা করলেও কোনো কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবন সুখের হবে।

কর্কট রাশি: আপনার নতুন কোনো পরিকল্পনা আজ ফলপ্রসূ হবে। কোনো বিষয় নিয়ে আজ অহেতুক চিন্তা করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। পাশাপাশি আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং সেটিকে সঠিকভাবে কাজেও লাগাতে পারেন। প্রেমের জন্য দিনটি দুর্দান্ত। জীবনসঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে। সবার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন।

সিংহ রাশি: বাড়িতে আজ সন্ধ্যে নাগাদ অতিথিরা ভিড় করতে পারেন। পাশাপাশি, তাঁদের সাথে দুর্দান্ত সময়ও কাটবে। আজ আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য কোনো খেলাধূলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধার নয়। তাই, অবশ্যই সতর্ক থাকুন। কোনো কাজে আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। অর্ধাঙ্গিনীর সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

কন্যা রাশি: আপনি আজ খুব সহজেই বিভিন্ন নতুন জিনিস শিখতে পারবেন। কোনো কাজে আজ বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এর ফলে আপনি লাভবান হবেন। আপনি আজ কোনো সৃষ্টিশীল কাজের মাধ্যমে ব্যস্ত থাকতে পারেন। বিবাহিত জীবনে আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। কোন ধর্মীয় স্থানে আপনি আজ যেতে পারেন।

তুলা রাশি: অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। তবে, আজ আপনি অন্যদের সমালোচনার জন্য নিজে সমালোচিত হবেন। আবেগাপ্লুত হয়ে আজ কোনো কথা বলবেন না। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আপনি লাভবান হবেন। অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আজ নিজের জীবনের কোনো গোপন তথ্য প্রকাশ করে দেবেন না। ভালোবাসার মানুষটির সাথে ভালো সময় কাটবে।

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাগুলিকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সর্বোপরি, নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এমন ব্যক্তিদের সাথে আজ সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সৎ পরামর্শ দেবেন। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই সময় কাটান। বিবাহিত জীবন সুখের হবে।

ধনু রাশি: আজ আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি বিষ্ময়কর দিকে দেখতে পাবেন। কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে। যাঁরা অচেনা ব্যক্তির পরামর্শে তাঁদের অর্থ বিনিয়োগ করেছিলেন তাঁরা আজ লাভবান হবেন। বন্ধু কিংবা আত্মীয়দের সাথে ব্যবসা করার সময়ে অবশ্যই সতর্ক হন। আজ আপনার গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। অবশ্যই আজ শরীরচর্চা করুন।

মকর রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাগুলিকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সর্বোপরি, নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। আজ আপনার সাথে কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে। পারিবারিক জীবন ভালোই কাটবে। স্ত্রীর সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে দিনটি ভালোই কাটবে। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করুন।

কুম্ভ রাশি: কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আর্থিক দিক থেকেও আজকের দিনটি ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে কোনো পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করতে পারেন। আপনি আজ নিজের সব কাজ শেষ করে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করলেও রাস্তায় অত্যধিক যানজটের কারণে তা সম্ভব হবে না।

মীন রাশি: আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আজ আপনার চারপাশের মানুষের মনে গভীরভাবে রেখাপাত করতে পারে। পাশাপাশি, আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারেন। কোনো কিছু না জেনেই আজ কাউকে ঋণ দেবেন না। নাহলে লোকসানের সম্মুখীন হতে পারেন। কোনো নতুন অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে সতর্ক হন। বিবাহিত জীবন সুখের হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর