আজকের রাশিফল ২ জুলাই শনিবার, আজ ভুলেও করবেন না এই কাজগুলি

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আজ আপনার মধ্যে দ্রুত অর্থ উপার্জন করার ইচ্ছে বজায় থাকবে। গার্হস্থ্য জীবন আজ থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। কোনো নেতিবাচক ভয় পাবেননা। আজ কোনো বিশেষ একজনের সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। আজ আপনার মেজাজে বারংবার পরিবর্তন আসবে। মনে রাখবেন শরীর সুস্থ রাখতে খেলাধূলা অত্যন্ত জরুরি। তবে, সেটিতে এতটাই মত্ত হয়ে যাবেন না যে তা পড়াশোনায় ক্ষতি করে। স্ত্রীর সাথে ভালো সময় কাটবে।

বৃষ রাশি: আপনার রসিক স্বভাব কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আজ সঞ্চয়ের মাধ্যমে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। আজ কোনো শারীরিক বলপ্রয়োগ করা থেকে বিরত থাকুন। আপনি নিজের জন্য আজ সময় বের করতে পারবেন না। আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসুন। অর্ধাঙ্গিনীর সাথে দারুণ সময় কাটবে। শারীরিক ভাবে আজ কোনো যন্ত্রণায় ভুগতে পারেন।

মিথুন রাশি: পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া আজ কোনো স্টক বা সংস্থায় বিনিয়োগ করবেন না। আজ, আপনি আপনার পরিবারের কোনো বয়স্ক এবং অভিজ্ঞ সদস্যের কাছ থেকে আর্থিক সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ প্রেমিক/প্রেমিকারা একে অপরকে ছেড়ে দূরে থাকতে পারবেন না। এই রাশির জাতকেরা আজকে অবসর সময়ে কোনো সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করলেও তা কোনো কারণে সম্ভব হবেনা।

কর্কট রাশি: আজকে প্রেমের সম্পর্কে মানসিক যন্ত্রণার মুখোমুখি হতে পারেন। আপনার রসিক স্বভাব চারপাশের পরিবেশকে আজ আলোকিত করবে। আপনি বেশিরভাগ সময়টা আজ বাড়িতেই কাটাতে পারেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে। আপনি কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আজ আর্থিক দিকটি ভালো থাকবে। না ভেবে আচমকাই কোনো সিদ্ধান্ত নিলে দিনটি খারাপ হতে পারে। মনোমালিন্যের পর স্ত্রীর সাথে ভালো সময় কাটবে।

সিংহ রাশি: আজ আপনি নিজের জন্য সময় পেলেও অফিসের কোনো একটি কাজের কারণে বিব্রত হতে পারেন। কোনোকিছুতে আজ ভয় পাবেন না। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিকে বুঝতে চেষ্টা করুন। আপনার আজ অ্যালকোহল বা এই জাতীয় কোনো পানীয় গ্রহণ থেকে বিরত থাকা উচিত। আজ আপনি ভিড় এড়িয়ে একাকী সময় কাটাতে পছন্দ করবেন। বিবাহিতদের জন্য আজ দিনটি ভালো যাবে।

কন্যা রাশি: এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশকিছুটা সময় পাবেন। আপনি ওই সময়ে নিজের পছন্দের কাজগুলি করতে পারেন। আজ জমি সংক্রান্ত বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে। তাই, যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আজ, আপনার বাবা বা দাদা যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারেন। তবে, নিজেকে ঠান্ডা রেখে তাঁদের কথাগুলি শুনে নিজের উন্নতিতে কাজে লাগান। সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না।

তুলা রাশি: আজ আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আজ অতিরিক্ত কাজে নিজেকে না জড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে আজ উল্লেখযোগ্য লাভ পাবেন। আজ অবশ্যই প্রিয়জনদের যত্ন নিন। আপনার হৃদয়ে আজ প্রেম রাজ করবে। আজকের অবসরের মুহুর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাবলেও কোনো কারণবশত সেগুলি আর করা হবেনা।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের আজকে মদ-সিগারেটের মত জিনিস থেকে দূরে থাকা দরকার। না হলে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে। আজ ব্যবসায়ীরা দারুণ লাভ পেতে সক্ষম হবেন। অত্যধিক উত্তেজনা এবং নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। তাই, এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন। বাড়ির প্রবীণ সদস্যরা আজ আপনার ভালো গুণগুলির প্রশংসা করবেন। স্ত্রীর সাথে ভালো সময় কাটবে। আজ হঠাৎ করে মেজাজ হারাবেন না। নাহলে পরে অনুতাপ করতে হবে।

ধনু রাশি: আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের একটি শ্রেষ্ঠ সময় কাটাবেন। আজকে আপনার অনিচ্ছা সত্বেও কোথাও যাত্রা করতে হতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে। কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। আজ কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করলে আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারবেন। আজ খরচের দিকটা সামলে চলুন।

মকর রাশি: আজ অবশ্যই আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। আজ আপনার প্রতি কোনো প্রি়য়জন একটু বিরক্ত হতে পারেন। যার ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। আজ কোনো খুশির সংবাদ পেতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। আজ অতীতে করা কোনো বিনিয়োগ থেকে দারুণ লাভ পাবেন।

কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করলে আজ আপনারই লাভ হবে। তাই, মাথা ঠান্ডা করে কাজ করুন। দিনের শুরুটা ভাল হলেও সন্ধ্যে নাগাদ অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কোনো উত্তেজনা বা মতপার্থক্যের জেরে আপনার মেজাজ খিটখিটে এবং অশান্ত হতে পারে। বাইরের কার্যকলাপে বেশি সময় না দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করুন। যদি আজকে আপনি কোনো ডেটে যান সেক্ষেত্রে বিতর্কিত আলোচনা এড়িয়ে চলুন। আজ অফিস থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সাথে কোনো পার্কে বা সিনেমা দেখতে যেতে পারেন।

মীন রাশি: বন্ধুদের সাথে রসিকতা করার সময় সীমা ছাড়িয়ে যাবেন না। নাহলে আপনার বন্ধুত্ব নষ্ট হতে পারে। আজ পারিবারির দিকটি সমস্যাযুক্ত হতে পারে। কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করবে। প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলার সময়ে ঠান্ডা মাথায় সংযতভাবে কথা বলুন। আজ কারোর সহায়তায় আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের প্রতি আপনার অবহেলা বাড়ির সদস্যদের রাগিয়ে দিতে পারে। আজ অবসর সময়ের সঠিক ব্যবহার করুন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর