আজকের রাশিফল ২৪ এপ্রিল সোমবার, জেনে নিন কেমন কাটবে আপনার দিন

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আজকের দিনে সকালের দিকটা সাময়িক কিছুক্ষণ খারাপ গেলেও দুপুর দু’টোর পর থেকে আপনাদের খুব ভালো যাবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আজ রয়েছে। এছাড়াও বন্ধু-বান্ধব বা প্রিয়জনদের সঙ্গে কিছুটা তৎকাল ভ্রমণ বা সাময়িক ভ্রমণ সম্পন্ন হবে।

বৃষ রাশি: শরীর খারাপ বা হঠাৎ করে বিশেষ কোনো কারণবশত মানসিক অস্থিরতা আজ বাড়বে। গাড়ি আজ সাবধানে চালানোর চেষ্টা করবেন। আজ রক্তপাতের যোগ রয়েছে। দিনটি আপনাদের জন্য খুব একটা ইতিবাচক নয়।

মিথুন রাশি: আজকের দিনটি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই ইতিবাচক। তবে মাথা গরম করলে হিতাহিত জ্ঞান থাকবে না। তাই, মাথা ঠান্ডা রাখতে শিখুন। এতেই আপনাদের মঙ্গল। ফেলে রাখা কাজগুলি আজ সেরে ফেলুন।

কর্কট রাশি: দিনের প্রথম ভাগটি অর্থনৈতিক দিক থেকে বা মানসিক দিক থেকে খুবই ভালোভাবে কাটবে এবং মানসিক প্রশান্তি বজায় থাকবে। কিন্তু দুপুরের পর থেকে হঠাৎ করে মানসিক অবস্থার অবনতি ঘটবে। দিনের প্রথম ভাগটা আপনাদের জন্য খুবই ইতিবাচক।

সিংহ রাশি: আজকের দিনটি আপনাদের অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। দিনের প্রথম ভাগে খুবই দৌড়দৌড়ি করবেন এবং পরিশ্রম করতে হবে। দিনের শেষের দিকে অর্থনৈতিক লাভ পাবেন। যানবাহন থেকে সতর্ক থাকবেন। কারণ আজ ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে।

কন্যা রাশি: সকাল থেকে মন-মেজাজ খারাপ থাকলেও দুপুর দু’টোর পর থেকে মানসিক অবস্থার উন্নতি ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে ভালো ভালো খবর পাবেন। বিকেলের দিক থেকে আপনাদের দিনটি ইতিবাচকভাবে কাটবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটা খুব একটা ইতিবাচক নয়। শারীরিক দিক থেকে আজ দুর্বলতা ভোগ করতে পারেন। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকতে হবে। অনলাইন লেনদেনও সাবধানতার সাথে করবেন।

বৃশ্চিক রাশি: আজকে দিনের প্রথম ভাগটি খুব ভালো গেলেও দ্বিতীয় ভাগটি খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো ব্যথা-বেদনা আজ বাড়তে পারে। আর্থিকভাবে আজ প্রতারিত হতে পারেন। তাই, সতর্ক থাকুন।

ধনু রাশি: আজকের দিনটি বেশ রোমান্টিক ভাবে কাটবে। ব্যবসায়ীদের আজকে ভালো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনাদের জন্য খুবই ইতিবাচক দিন। পড়ে থাকা কাজগুলি আজকেই সেরে ফেলুন।

মকর রাশি: মকর রাশির জাতিক-জাতিকাদের জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক ভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকেও দিনটি ভালো। মাকে নিয়ে আজকে দুশ্চিন্তা হতে পারে। পাশাপাশি, মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন।

astrology
প্রতিবেদনটি লিখেছেন:- শ্রী মলয় কৃষ্ণ গোস্বামী, কলকাতা। বিশদ জানতে যোগাযোগ করুন:- ৮৬৯৭৭৭৬০০৮ এই নম্বরে।

কুম্ভ রাশি: আজকে প্রিয়জনদের কাছ থেকে হঠাৎ কোনো মানসিক আঘাত পেতে পারেন। কোনোরকম বাকবিতণ্ডায় আজ জড়িয়ে পড়বেন না। নাহলে আপনারই ক্ষতি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ভালো ভাবে অতিবাহিত হবে।

মীন রাশি: দিনের প্রথম ভাগে মনে আনন্দ বিরাজ করবে এবং অর্থপ্রাপ্তিও হতে পারে। তবে, দিনের দ্বিতীয় ভাগটি খুব একটা ভালো যাবে না। বাবার শরীর নিয়ে সতর্ক থাকতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর