আজকের রাশিফল সোমবার ২৫ জানুয়ারি, কর্মক্ষেত্রে উন্নতি এই রাশির জাতকদের

বাংলাহান্ট ডেস্ক :  আজকের রাশিফলে (Ajker Rashifal) কী রয়েছে তা সবার কাছেই বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি

মেষ:  হৃদযন্ত্রের সমস্যা থাকলে সাবধান হোন। সন্তানের কারণে অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারেন। অন্যের মনে নিজের ছাপ ফেলতে সক্ষম হবেন আপনি। নতুন প্রস্তাবগুলি লোভনীয় হলেও বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। ধর্ম কর্ম করার জন্য অত্যন্ত ভালো একটি দিন। আজ স্ত্রীর ব্যবহারে নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে হবে।

বৃষ:  স্ত্রী আজ আপনাকে অনুপ্রাণিত করবে। ভাই-বোন আপনার থেকে ঋণ চাইতে পারেন। কিন্তু তা আপনার আর্থিক সমস্যা আরও বাড়িয়ে তুলবে। পড়াশোনার বদলে অন্যান্য কাজ অভিভাবকদের রাগের কারণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। ব্যাঙ্কিং প্রফেশনে যুক্ত ব্যক্তিরা সুখবর পেতে পারেন। আজ সহকর্মীরা সহায়ক হবেন। নিজেকে সময় দিলে তা আপনার খুশির কারণ হবে। স্ত্রীর প্রতি যত্নশীল হোন।

মিথুন:  দীর্ঘস্থায়ী অসুস্থতা মুক্তি ঘটতে পারে।আর্থিক বিনিয়োগ লাভজনক হবে। দুপুরের দিকে আরাম করা বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতি পদক্ষেপে বাধা আসবে। স্ত্রী প্রতিবেশীদের থেকে শোনা কোনো ব্যাপার নিয়ে ঝামেলা করতে পারেন।

কর্কট: আপনার মন আজ ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। ঋণমুক্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অত্যাধিক চাপের কারণে ব্যক্তিগত এবং পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হবে। ভালোবাসার মানুষের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে হতাশ করতে পারে। আজ নিজের কাজে অগ্রগতি দেখতে পাবেন। আপনার করা পরোপকারগুলি আজ আপনার জীবনের শান্তির কারণ হবে আজ। স্ত্রী আপনার অতীতের গোপন কিছু জানতে পেরে আঘার পেতে পারেন

সিংহ:  স্বাস্থ্য ভালো থাকবে না। বয়স্করা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক দিকে বিচক্ষণ হোন। প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ার সুযোগ পাবেন। আগামী কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে ভালো সময় আসবে। অবসর সময় নিজের সঙ্গেই কাটাতে পছন্দ করবেন। ঘরের কাজ করতে পারেন সময় পেলে। সঙ্গী আপনাকে দারুণ কোনো সারপ্রাইজ দিতে পারেন। মোটামুটি ভালোই কাটবে দিনটি।

কন্যা:  জীবনসঙ্গী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। বাজে খরচ এড়ানোর চেষ্টা করুন। যাঁরা আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য ভাবেন তাঁদের প্রাধান্য দিন। ভালোবাসার মানুষের সঙ্গে পিকনিকে গিয়ে পুরোনো স্মৃতিগুলি আবার জাগিয়ে তুলতে পারেন। আজ অফিসে করা কাজগুলি পরে ভিন্নভাবে আপনার উপকারে আসবে। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আপনার জীবনসঙ্গী আজ আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবেন।

তুলা: আজ নিজের শখ পূরনে সময় পাবেন। তবে আপনার উচ্চাশার কারণেই আপনি খুশি হতে পারবেন না। ভালোবাসার মানুষ ভালো মেজাজে থাকবেন। নতুন উদ্যাগ নিয়ে আজ এগোবেন না। আজ সবার সঙ্গে কমনীয় ব্যবহার করুন। আজ পিতামাতার আশির্বাদ লাভ করবেন। বিবাহিত জীবনে চরম শান্তি বিরাজ করবে।

বৃশ্চিক: স্বাস্থ্যের যত্ন নিন। বিনিয়োগের ব্যাপারে বিচক্ষণ হোন। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। আপনার কর্মক্ষেত্রে প্রচুর খ্যাতি এবং ভালোবাসা বিরাজ করবে। আজ আপনার বাড়ির সদস্যরা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবেন। স্ত্রীর সঙ্গে অশান্তি  হতে পারে।

ধনু:  স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হোন। নিজেকে ইতিবাচক ভাবতে ধাক্কা দিন। ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। ভালোবাসার মানুষের রূঢ় ব্যবহারে আপনি বিচলিত হতে পারেন। নতুন পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। আপনি শিক্ষার্থী হলে পড়াশোনায় মন দিন। আজ কোনো কারণ ছাড়া আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া করতে পারে।

মকর: অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকষহীন করে তুলতে পারে। এগুলি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। অবিলম্বে প্রয়োজন নেই এমন ক্ষেত্রে অর্থ ব্যয় করার জন্য স্ত্রীর প্রতি বিচলিত হবেন। বাড়িতে অশান্তির যোগ। অর্থ উপার্জনের নতুন পন্থাগুলিকে ব্যবহার করুন। নিজে জড়িত নন এমন কোনো ব্যাপারে জড়াবেন না। আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার কাজে ব্যঘাত ঘটাতে পারে।

কুম্ভ : স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। আপনার রোম্যান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে। বাড়ির অভিজ্ঞদের থেকে পরামর্শ নিন। আজ সব কাজ শেষেও নিজের জন্য সময় পাবেন। আজ স্ত্রীর সঙ্গে মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে।

মীণ:  আজ আপনার জন্য একটি আনন্দমুখর দিন হতে চলেছে। আজ আপনি চারিদিকে ইতিবাচকতা ছড়াবেন।  শিশুর অসুস্থতা আপনাকে বিচলিত করবে। সঠিক উপদেশগুলি গ্রহণ করুন। আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগে সঙ্গীরা উৎসাহি হবেন। ফাঁকা সময়ের যথোপযুক্ত ব্যবহার করুন। সন্ধ্যের পর থেকে স্ত্রী আপনাকে ভালোবাসবেন।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর