আজকের রাশিফল, বৃহস্পতিবার ২৭ জানুয়ারি, প্রেমে পড়তে পারেন এই রাশির ব্যক্তিরা

বাংলাহান্ট ডেস্ক :  আজকের রাশিফল এ (Ajker Rashifal) কী রয়েছে তা সবার কাছেই বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি

মেষ: আজ সারাদিনের কার্যকলাপে খেলাধুলো যুক্ত করা উচিত। স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক উন্নতির যোগ। বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পুর্ণ করতে আপনাকে সাহায্য করবে। ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না। পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সময় নষ্ট করে এমন মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন। আজ কোনো ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাতে পারে, কিন্তু দিনশেষে সমস্যা মিটে যাবে।

বৃষ:  উত্তেজনা থেকে মুক্তি পেতে বাড়ির বড়দের সহায়তা নিন। আয় বাড়লেও পাল্লা দিয়ে বাড়বে ব্যয় ও। আপনার সঙ্গী আজ সারাদিন আপনাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করবেন। তা এড়িয়ে চলতে চেষ্টা করুন। আজ প্রেমের ছলনায় জড়িয়ে থাকবেন আপনি। অভাব অভিযোগ নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। পরিবারকে সময় দিন কিছুটা। স্ত্রীর রূঢ় ব্যবহার ঝামেলার কারন হতে পারে।

মিথুন:  আপনার নিরন্তর উদ্যোগগুলি আজ ফলদায়ী হবে। ধৈর্য্য হারালে চলবে না। আর্থিকভাবে দিনটি শুভ।  আজ সারাদিন আপনি একাকী বোধ করবেন। আপনি ব্যথা পেলেও আপনার পরিবারের কেউ আপনার সঙ্গে থাকবে না। আজ আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসেন। টাকা পয়সা, খ্যাতির থেকে দূরে গিয়ে আজ দিনটি কোনো আধ্যাত্মিক গুরুর সাহচর্যে কাটাতে পারেন।

কর্কট: আজ সারাদিন আপনার মুকজে হাসি লেগে থাকবে। অপরিচিতরা পরিচিত হয়ে উঠবেন৷ অর্থাগমের যোগ থাকলেও অপ্রয়োজনীয় খরচ করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে ব্যবহারে অস্থিরতা দেখাবেন না, তা গৃহশান্তি নষ্টের কারণ হতে পারে। আজ আপনি আপনার অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন।সহকর্মীরা আপনাকে বুঝবেন এবং সহায়ক হবেন। নিজের অবসর সময়ে পছন্দের কোনো কাজ করুন৷ এটি আপনার ইতিবাচকতা বাড়িয়ে তুলবে। স্ত্রীর সঙ্গে কলহের সম্ভাবনা রয়েছে।

সিংহ:  শুধু চিন্তা করে কিছু লাভ নেই, চিন্তাগুলিকে বাস্তবে পরিণত করতে চেষ্টা করুন। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং মনে শান্তি বিরাজ করবে। পারিবারিক দিক সুখী বলে মনে হচ্ছে না। নিজের সঙ্গে একা সময় কাটাতে চাইলে তা ক্ষতিকর হতে পারে। আজ আপনি আপনার স্ত্রীর ভালোবাসা অনুভব করবেন। সন্ধ্যের পর থেকে রোম্যান্টিক ভাবেই কাটবে বাকি দিনটি।

কন্যা:  সারাদিন এমন কারও অভাব আপনি অনুভব করবেন যিনি আপনার সঙ্গে নেই। ভ্রমণ করলে ব্যাগগুলির খেয়াল রাখুন নাহলে মূল্যবান জিনিস খোয়া যেতে পারে। আপনার ব্যক্তিগত জীবনের পরিবর্তন পরিবারে খুশি নিয়ে আসবে। আপনি প্রেমিকার ব্যাপারে ভুল বুঝবেন। নতুন পরিকল্পনায় সঙ্গীরা উৎসাহিত হবেন। সম্পর্ককে কিছুটা সময় দিন।

তুলা: খুশিতে ভরা দিন।পরিবারের সহায়তায় আর্থিক সমস্যাগুলি পেরিয়ে উঠবেন আপনি। প্রিয়জনকে উপহার দিতে পারেন। আজ ভালোবাসার মানুষের অতীত ঔদাসিন্যকে আপনি ক্ষমা করে দেবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। নিজের ঘাটতিগুলি পূরণ করার জন্য আপনার নিজেকে সময় দেওয়া দরকার। আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে চলেছে এটি।

বৃশ্চিক: স্বাস্থ্যের যত্ন নিন। এমন বিষয়গুলিতে উদ্যোগী হন যা আপনার জন্য উপার্জনের একাধিক রাস্তা খুলে দেবে। আজ আপনার বাড়ির সদস্যরা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবেন কিন্তু কর্মক্ষেত্রে অত্যাধিক চাপের ফলে তা সম্ভব হবে না। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।

ধনু:  সকলের কথা শুনতে চেষ্টা করুন, সেখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন। ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজ থেকেই সাশ্রয় করুন। প্রেমিক প্রেমিকার সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে প্রচুর খ্যাতি লাভের সম্ভাবনা। স্ত্রী ইচ্ছাকৃত ভাবে ঝামেলা করতে পারেন।

মকর:  দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেন গুলিকে দায়িত্বের সঙ্গে সামলাতে হবে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আপনার স্ত্রী আজ সত্যিই আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন।

কুম্ভ :  সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভাল কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। আজকের দিন আপনি খুব ব্যাস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার পছন্দের কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন

মীণ: আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। তবে ব্যয় আপনার উৎসাহকে কমিয়ে দিতে পারে। আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন।এটি আপনার পারিবারিক জীবনকে আরো অর্থবহ করে তুলবে। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। চাকর-সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। স্ত্রী আপনার জন্য আজ বিশেষ ভাবে ভাববেন।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর