আজকের রাশিফল ২৯ অক্টোবর শনিবার, এই রাশির ব্যক্তিদের দূর হবে আর্থিক অনটন

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আজকে আপনি আপনার অবসর সময়টি টিভিতে কোনো সিনেমা বা অনুষ্ঠান দেখে কাটাতে পারেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। যার ফলে আপনি সুবিধাও পাবেন। গৃহস্থালীর জিনিসপত্রের পেছনে অর্থব্যয় করে আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন। অনেকদিন পরে আজ আপনি দীর্ঘক্ষণ ঘুমোতে পারেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে আজ সুখ খুঁজে পেতে চেষ্টা করুন।

বৃষ রাশি: আজকে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ঘাটতিগুলিকে মেটানোর চেষ্টা করুন। যাঁরা নিজের পরিচিত বা আত্মীয়দের সাথে তাঁদের ব্যবসা পরিচালনা করছেন তাঁরা আজ খুব সতর্ক থাকুন। অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। পুরোনো বন্ধুদের সাথে আজ দেখা হতে পারে।

মিথুন রাশি: গুরুত্বপূর্ণ কাজে সময় না দিয়ে অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লে আপনি বিপদে পড়বেন। আজ আপনার মনোমুগ্ধকর আচরণ সবাইকে খুব সহজেই আকৃষ্ট করবে। প্রেমিকার সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। কোনো নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে আসতে পারেন এবং আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। আজ নিজে থেকে কোনো ঝামেলায় জড়াবেন না।

কর্কট রাশি: প্রেমের অনুভূতিগুলি আজ স্পষ্ট হবে। আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদেরকে মুগ্ধ করবে। পাশাপাশি, আপনার রসিক মনোভাবও সবাইকে আকৃষ্ট করবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। অবসর সময়টিকে নিজের মত করে উপভোগ করুন। আজ সবকিছুই আপনার পক্ষে থাকবে। জীবনসঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটবে।

সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, দিনটিকে কাজে লাগান। কর্মক্ষেত্রে নিজের রাগকে আজ নিয়ন্ত্রণে রাখুন এবং প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। আজ আপনার পরিবারের সাথে সম্পন্ন হওয়া কোনো সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আজকে আপনি টিভি বা মোবাইল চালাতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে, দরকারি কোনো কাজের কথা ভুলে যাবেন।

কন্যা রাশি: অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল দিনের দিকে আজ এগিয়ে যান। আজ আপনার মন ভাল জিনিসের প্রতি আকৃষ্ট হবে। বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আজ আপনার কিছুটা সময় ব্যয় হতে পারে। আজ আপনি আর্থিক সঙ্কটে ভুগতে পারেন। সন্তানদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। আপনার ব্যবহারে সরলতার প্রকাশ ঘটান।

তুলা রাশি: যদি আজ আপনি একটি পার্টির পরিকল্পনা করেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। তাঁরা কোনো কাজে আপনাকে উৎসাহিত করবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, দিনটিকে কাজে লাগান। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা সবাইকে আকৃষ্ট করবে। অর্ধাঙ্গিনীর সাথে দুর্দান্ত সময় কাটবে।

বৃশ্চিক রাশি: ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ কোনো চমক পেতে পারেন। পরিবারের প্ৰয়োজনে আজ কিছুটা সময় ব্যয় করুন। আজ অবিলম্বে আপনার বাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করা প্রয়োজন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে সক্ষম হবেন। যা আপনার সহকর্মীদেরকেও মুগ্ধ করবে। কোনো কাজে সাফল্য পেতে উপযুক্ত পরিশ্রম করুন।

ধনু রাশি: কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ নজর দেওয়ার প্রয়োজন হবে। ব্যস্ততার মধ্যে কোনো বিনিয়োগ করবেন না। এতে ক্ষতির সম্মুখীন হতে পারেন। মানসিকভাবে শান্তি বজায় থাকবে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবেন। যেকোনো কাজই মনোযোগ সহকারে করুন আজ। অভিভাবকের সাহায্যে আজ কোনো সিদ্ধান্ত নিতে পারেন।

মকর রাশি: আজ আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। যে কাজ আপনি করতে পছন্দ করেন সেই কাজে আজ আপনি সময় ব্যয় করবেন। কোনো দীর্ঘস্থায়ী সঞ্চয়ে বিনিয়োগ করুন। ভালোবাসার জন্য দিনটি ভালো। প্ৰয়োজনের তুলনায় অত্যধিক টিভি দেখবেন না। জীবনসঙ্গীর সাথে আজ অবশ্যই কিছু কথা বলুন।

কুম্ভ রাশি: আপনি আজ অবসর সময়ে কোনো বহুপ্রতিক্ষিত কাজ করতে পারেন। আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আজ আপনি জীবনসঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। কোনো অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট করতে পারেন। বিবাহিত জীবন আজ সুখের হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন।

মীন রাশি: বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন। মন ভালো রাখতে আজ কোনো আকর্ষণীয় বই পড়ুন। আর্থিক দিক থেকে দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান বা হোম সম্পন্ন হতে পারে। আজ প্রেমের সম্ভাবনা থাকলেও নিজেকে সংযত করুন। আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন এবং আপনার কথা শুনে উনি খুশিও হবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর