মিথুন রাশি (Gemini): রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। পাশাপাশি, বুধগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালটি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন আশার সঞ্চার করতে চলেছে। মূলত, চলতি বছরেই জানুয়ারিতে শনির প্রভাব থেকে মুক্ত হবেন এই রাশির জাতকরা। পাশাপাশি, মিথুন রাশির জাতক-জাতিকাদের বৃহস্পতি লাভের স্থানে গমন করবে। যার পরিপ্রেক্ষিতে, চলতি বছরটি মিথুন রাশির জন্য খুবই ভালো। শুধু তাই নয়, এর ফলে এই রাশির জাতকরা ব্যবসা, কর্মক্ষেত্র এবং একাধিক ক্ষেত্রে অনুকূল অবস্থানে থাকবেন।
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে মে থেকে ২০ শে জুন অথবা বাংলার ৮ ই জ্যৈষ্ঠ থেকে ৭ ই আষাঢ়ের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
মিথুন রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
শুভ রং | সবুজ |
শুভ দিন | বুধবার |
শুভ সংখ্যা | ৭৭ |
শুভ দিক | উত্তর পূর্ব দিক |
শুভ সঙ্গী বা সঙ্গিনী | কুম্ভ, তুলা ও সিংহ রাশি |
শুভ রত্ন | পান্না |
চারিত্রিক বৈশিষ্ট্য: মিথুন রাশির জাতক-জাতিকারা নির্ভীক ও আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তবে, এই রাশির ব্যক্তিদের আচরণে দ্বৈত সত্ত্বার প্রকাশ পাওয়া যায়। অর্থাৎ, এরা মুখে একরকম আর মনে একরকম হন। এমতাবস্থায়, কিছুদিন মেশার পর বুঝতে পারা যায়, তাদের চালচলন এবং হাবভাব। যদি কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে এই রাশির জাতক-জাতিকারা রেগে যান, সেক্ষেত্রে মুহূর্তের মধ্যেই তাদের সেই রাগ গলে জল হয়ে যায়। তবে, এরা সবাইকেই সমানভাবে ভালোবাসতে জানেন।
স্বাস্থ্য: নতুন বছরটিতে এই রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে মিশ্র ফল পাবেন। এদিকে, এই রাশির জাতকেরা মানসিক অবসাদে ভুগতে পারেন। পাশাপাশি, চিকিৎসার জন্যও এই বছরে বিপুল খরচের সম্ভাবনা রয়েছে। শারীরিক এবং মানসিক দিক থেকে চাঙ্গা থাকতে অবশ্যই ব্যায়াম করুন। ঋতু পরিবর্তনের মরশুমে স্বাস্থ্যের খেয়াল রাখুন। এই রাশির জাতকেরা চলতি বছরে চোখের সমস্যায় ভুগতে পারেন।
ব্যক্তিগত জীবন: চলতি বছরটিতে মিথুন রাশির জাতক-জাতিকাদের পারিবারিক দিকটি সুখের হবে। মূলত, বছরের শুরু থেকেই পরিবারের সুখ ও শান্তি বিরাজ করবে। ২০২৩ সালে মিথুন রাশির কিছু জাতিকা তাঁদের পরিবারের সাথে কোনো তীর্থযাত্রায় যেতে পারেন। এছাড়াও, চলতি বছরে পরিবারের সদস্যদের আস্থাও আপনার প্রতি বাড়বে। বছরের প্রথম দুই মাসেই পরিবারে কোনো শুভকাজ সম্পন্ন হতে পারে। এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত ভালোবাসার জীবনে এক দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করা যাবে। বিবাহিত জীবনও এই বছর সুখে কাটবে।
কর্মজীবন: ২০২৩ সালটিতে মিথুন রাশির জাতক-জাতিকারা তাঁদের কেরিয়ারে কিছু দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করবেন। এই বছর তাঁরা কর্মজীবনে ভালো ফলাফল করবেন। শুধু তাই নয়, মার্চ থেকে আগস্টের মধ্যে মিথুন রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে মেধাকে সঠিকভাবে কাজে লাগানো যাবে। ব্যবসায়ীদের জন্যও এই বছরটি নিঃসন্দেহে ভালো। যাঁরা বিদেশের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা করার পরিকল্পনা করেছিলেন তাঁরাও সাফল্যের সম্মুখীন হবেন। তবে মনে রাখবেন, বছরের শেষের মাসগুলিতে কেরিয়ারে কিছুই উত্থান-পতন হতে পারে।
আর্থিক অবস্থা: আর্থিক দিক থেকে এই বছরে মিথুন রাশির জাতক-জাতিকারা একাধিক চমক পাবেন। শুধু তাই নয়, ২০২৩ সালে মিথুন রাশির জাতকদের অর্থনৈতিক দিকটি শক্তিশালী হবে। মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে, এই রাশির কিছু জাতক তাঁদের বাড়ি বা জমি কেনার উদ্দেশ্যে অর্থব্যয় করতে পারেন। ২০২৩ সালে কোনো বিদেশি যোগাযোগের মাধ্যমে একাধিক সুবিধা পেতে পারেন এই রাশির জাতকরা। সর্বোপরি, এই বছরটিতে ভালো বেতনের সাথে পছন্দসই চাকরিও পেতে পারেন জাতকেরা। কোনো বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়া যাবে।
প্রতিকার: বিবাহিত জীবনে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। নাহলে দাম্পত্য কলহ বাড়বে। যা আপনার মনকে ভারাক্রান্ত করবে। গুপ্তশত্রু সম্পর্কে অবশ্যই সজাগ থাকা দরকার। নিজে সংযত না হলে ভাই-বোনদের সম্পর্কে চিড় ধরতে পারে।