লাফিয়ে লাফিয়ে চড়বে পারদ, শীঘ্রই সম্ভাবনা তাপপ্রবাহের: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : ফাল্গুনের শেষ হয়ে চৈত্র আসতে এখনও বাকি দিন দশেক। কিন্তু তার মধ্যেই বাড়ছে রাজ্যের তাপমাত্রা। তাপে পুড়তে শুরু করেছে মহানগরীয় দুপুর। বদলেছে উত্তরবঙ্গের আবহাওয়াও। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। জেনে নিন কেমন থাকবে সপ্তাহন্তের প্রথম দিনটির আবহাওয়া।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৩%
বাতাস : ৯.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%

   

আজকের আবহাওয়া
রবিবার বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। পারদ চড়বে শহরেরও। পাহাড়ে হালকা বৃষ্টি হলেও রোদ ঝলমলে থাকবে দক্ষিণ বঙ্গ। পরিষ্কার থাকবে গোটা রাজ্যের অধিকাংশ জেলাগুলির আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
শনিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। হিমালয় পাদদেশ সংলগ্ন বাকি জেলাগুলিতে রৌদ্রজ্বল থাকবে আকাশ। আবার সোমবার সকালের মধ্যেই শুকনো থাকবে সবকটি জেলারই আকাশ। সোমবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। অনেকটাই বাড়বে দিনের তাপমাত্রা। জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে প্রায় ২°-৩° সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই কোনও। শনিবার দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৬° সেলসিয়াস।

অন্যদিকে, আপাতত আগামী কয়েকদিন শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। আগামী ৩-৪ দিনে বাড়তে চলেছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ার ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪-৩৫° সেলসিয়াস। যদিও এখনই সম্ভাবনা নেই তাপপ্রবাহের। তবে চলতি বছর ১৫ মার্চ থেকে ১৫ মের মধ্যে দাবদাহ চলবে রাজ্যে। মার্চেই তাপমাত্রা ছোঁবে ৪০°। তখন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস। বেশ ভালোরকম গরম অনুভূত হবে শহর কলকাতায়। বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। তবে অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর