অবৈধ বাংলাদেশিদের ফেরত নিতে তৎপর বাংলাদেশ,তাৎপর্যপূর্ণ বক্তব্য বাংলাদেশের বিদেশ মন্ত্রীর!

 

বাংলা হান্ট ডেস্কঃ  নাগরিকপঞ্জি বিল এবং তা আইনে পরিণত হওয়ার পর থেকেই যেন চাপান-উতোর তো শুরু হয়েছে। বিদেশনীতিতে আর তারই প্রতিফলন হিসেবে এই পদক্ষেপ। দাবি করে বলা যায়না। হয়তো এই পদক্ষেপে পরবর্তীকালে বজায় থাকবে। কিন্তু পরিস্থিতির বিচারে বাংলাদেশের পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আব্দুল মোমেন জানান, “আমাদের দেশ ভারতের কাছে অনুরোধ করে বলেছে যে তাঁরা যেন ভারতে থাকা অবৈধ নাগরিকদের তালিকা প্রদান করে”।

IMG 20191217 181442 1

বাংলাদেশের বিদেশ মন্ত্রী নয়া দিল্লীর কাছে অনুরোধ করে বলেছেন যে, -“ভারতে অবৈধ ভাবে বসবাস করার তালিকা তাঁদের হাতে তুলি দিতে। ওই তালিকা অনুযায়ী বাংলাদেশ তাঁদের বাসিন্দাদের ফেরত নিয়ে আসবে।, আমরা ওদের আমাদের দেশে ডেকে নেবো। কারণ তাঁদের কাছে বাংলাদেশে ঢোকার অধিকার আছে।”

ওনার কাছে ভারত সফর স্থগিত করার কারণ জিজ্ঞাসা করলে উনি বলেন, “আপাতত আমি আমার নিজের কার্যক্রম নিয়ে খুবই ব্যাস্ত, শহীদ বৌদ্ধিক দিবস আর বিজয় দিবসের সাথে সাথে বিদেশ ইস্যুতে রাজ্য মন্ত্রী এখন অনুপস্থিত আর এই কারণেই আমার সফর স্থগিত করতে হয়েছে।”

সম্পর্কিত খবর