এক ফোনেই মুশকিল আসান! ‘এক ডাকে অভিষেকে’ কল যেতেই জীবনরক্ষা একরত্তির

বাংলাহান্ট ডেস্ক : খেলার ছলে এক ছোট্ট শিশু গিলে ফেলেছিল লকেট। সেই ছোট্ট শিশুর প্রাণ বাঁচল এক ডাকে অভিষেকে ফোন করে। সূত্রের খবর, হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার এক শিশু খেলার ছলে একটি লকেট গিলে ফেলে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় উলুবেরিয়া হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়।

শিশুটির অভিভাবকরা স্থানীয় তৃণমূল নেতার সাহায্যে ফোন করেন এক ডাকে অভিষেকে। সেই ফোন পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসের কর্মীরা সাহায্যের জন্য এগিয়ে আসেন। অভিষেকের অফিসের কর্মীরা শিশুটিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে আইসিইউ বেডে স্থানান্তরিত করা, সবকিছুর ব্যবস্থা করেন।

আরোও পড়ুন : ২ লাইনের রায়েই সুশান্তকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করল বিচারক! ফাঁসি হবে শুনেই সুতপার প্রেমিকের যা হল….

এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তরফ থেকে করা হয়েছে আর্থিক সাহায্য। চিকিৎসকদের চিকিৎসায় শিশুটি সুস্থ হয়ে ফিরে গিয়েছে মায়ের কোলে। শিশুটির মা জানিয়েছেন, আমরা প্রথমে যোগাযোগ করেছিলাম হাওড়া জেলার যুব নেতা দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের সাথে। ওনার তরফ থেকে যোগাযোগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসের সাথে। এখন সুস্থ আমার মেয়ে। অনেক ধন্যবাদ ওনাদের।

Abhishek Banerjee,Howrah,Child,SSKM Hospital,Trinamool Congress,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

অন্যদিকে, লিপ্স এন্ড বাউন্স কোম্পানিতে গোয়েন্দা সংস্থার হানার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কোম্পানির কম্পিউটারে যে ফাইল ডাউনলোড করা হয়েছে সেই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এই বিষয়ে অভিষেকের তরফ থেকে দাবি করা হয়েছে আদালতের হস্তক্ষেপের জন্য।