বাংলা হান্ট ডেস্কঃ শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় তরুণ ব্রিগেড। তবে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার কাছে 2 উইকেটে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। যার নেপথ্যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বেশ কিছু খারাপ সিদ্ধান্ত। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
শ্রীলংকার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত প্লেইং ইলেভেন নামিয়ে জয় তুলে নেয় ভারতীয় দল। তবে সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে একাধিক পরীক্ষা- নিরীক্ষার পথে হাঁটে টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচে খেলা ছয় ক্রিকেটারকে পরিবর্তন করে দেওয়া হয় শেষ ম্যাচে। একসাথে অভিষেক ঘটে পাঁচ তরুণ ক্রিকেটারের। আর তাতেই ডেকে আনে বিপত্তি।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “ভারতীয় দল খুবই হালকা হবে নিয়ে ফেলেছিল শ্রীলঙ্কাকে। সেই কারণে প্রথম একাদশে 6 টি পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। প্রথম দুটি ম্যাচে খেলা কোন বোলারকে তৃতীয় ম্যাচে রাখা হয়নি। যার প্রভাব পড়েছে ম্যাচে এবং হারতে হয়েছে ভারতকে। যার ফলে হোয়াইটওয়াশ করার সুবর্ন সুযোগ নষ্ট করেছে ভারতীয় দল।”
এছাড়াও আকাশ চোপড়ার মতে টিম ম্যানেজমেন্ট অন্যায় করেছে নিতিশ রানার সঙ্গে। যে নীতিশ রানা নিজের ক্যারিয়ারে কোনদিন প্রথম তিন ছাড়া ব্যাট করেনি সেই নীতিশকে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল সাত নম্বরে। যার ফলে ব্যাট হাতে ব্যর্থ হয় নীতিশ রানা।