বাংলাহান্ট ডেস্কঃ করোনা থেকে সেরে ওঠার পর ফের ভারত বিরোধী স্লোগান তুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। সম্প্রতি কয়েক সপ্তাহ আগে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। তার আগে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন। সেখানে জনতার উদ্দেশে ভারতবিরোধী স্লোগান দিয়েছিলেন আফ্রিদি।
ভারতের বিরোধীতা করতে ব্যস্ত হওয়ায় করোনা সর্তকতা ভুলেছিলেন আফ্রিদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন আফ্রিদি। মোদীকে নিয়ে করুচিকর মন্তব্য করার সময় তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে কোভিড পরিস্থিতিতে মুখে মাস্ক লাগানোরও সতর্কতা নেননি। পাক অধিকৃত কাশ্মীরে জনতার উদ্দেশে স্লোগান দেওয়ার সময় তার চারপাশে যারা ছিলেন, তাদের মুখেও মাস্ক ছিল না। পরে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার।
করোনা পরিস্থিতির উন্নতি হতে সুস্থ হয়ে উঠতে ফের স্বমহিমায় ভারত বিরোধীতায় ফিরেছেন আফ্রিদি। এবার ভারতকে হারানোর প্রসঙ্গ তুলে এনে বেয়াদপি শুরু আফ্রিদির।
মাঝে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সময় কটুক্তির ফুলঝুরি ফোটানো বন্ধ ছিল আফ্রিদির। তবে সুস্থ হয়েই আবার তিনি স্বমহিমায়। এবার সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি দাবি করেন, ভারতকে তাঁরা এতবার হারিয়েছেন যে, ম্যাচের শেষে ক্ষমা চাইতেন ভারতীয় ক্রিকেটাররা।
এক ইউটিউব শো-য়ে আফ্রিদি বলেন, ‘আমি বরাবর ভারতের বিরুদ্ধে খেলতে পছন্দ করি। ওদের তো ঠিকঠাক মেরেছি আমরা। এত হারিয়েছি যে, ম্যাচের শেষ ক্ষমা চাইত ওরা।’
ওয়ান ডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এগিয়ে ৭৩-৫৫ ব্যবধানে। যদিও পাকিস্তানের দাপট বেশি ছিল শুরুর দিকে। সময় যত গড়িয়েছে, ভারত দ্বি-পাক্ষিক লড়াইয়ে নিজেদের আধিপত্য কায়েম করেছে। ৮০-র দশকে ৩০টি ম্যাচের মধ্যে পাকিস্তান জেতে ১৯টি ম্যাচে। ভারত জয় তুলে নেয় ৯টি ম্যাচে। ৯০-এর দশকে ৪৮টির মধ্যে পাকিস্তান ২৮-১৮ ব্যবধানে এগিয়ে থাকে। বিতর্কিত মন্তব্যের পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। সবক শেখালেন আফ্রিদিকে। বলে দিলেন এমন রোগের কোনও চিকিত্সা নেই।
আকাশ চোপড়া বলেন, ” আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান তাহলে আপনার সময়ে আমরা দুই দেশ সমান সংখ্যক টেস্ট ম্যাচ জিতেছি। ওয়ানডেতে ওরা আমাদের চেয়ে দুটি বেশি জিতেছে। ৮২ ম্যাচে ওদের জয় ৪১, আমাদের ৩৯। খুব ভালো, কিন্তু আমার কথা হল কেউ কি শুধু মাত্র দুটি ম্যাচ বেশি হারায় মাফ চাইবে? আর টি টোয়েন্টি পরিসংখ্যান এর কথা যদি দেখেন তাহলে পরিসংখ্যান আমাদের পক্ষে ৭-১। হয়তো আফ্রিদি বলতে চেয়েছেন এক, আর বলে ফেলেছেন আর একটা বিষয়।”