বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্ব জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতের। এই হারের মধ্য দিয়ে পরপর তিনটি আইসিসি টুর্নামেন্ট হারের নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডকে হারানোর জন্য বিশ্ব একাদশ বেঁছে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
সবাইকে অবাক করে দিয়ে আকাশ চোপড়া তার বিশ্ব একাদশে ঠাঁই দেয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। বিরাট কোহলিকে বাদ দিয়েই আকাশ চোপড়া তার বিশ্ব একাদশ সাজিয়েছে। বিরাটের পরিবর্তে আকাশ চোপড়া তার দলের অধিনায়ক করেছেন জো রুটকে, ওপেনিংয়ে রেখেছেন ভারতের রোহিত শর্মা এবং শ্রীলংকার দিমুথ করুণারত্মেকে। মিডল অর্ডারে রেখেছেন মার্নাশ ল্যবুশনে, স্টিভ স্মিথকে। অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। এছাড়াও উইকেট রক্ষক হিসেবে রয়েছেন ঋষভ পন্থ। অপরদিকে বোলিং বিভাগে জায়গা করে নিয়েছেন প্যাট কমিন্স, জোস হেজেলহুড, স্টুয়ার্ট ব্রড, রবিচন্দ্রন অশ্বিন।
এক নজরে দেখে নেয়া যাক আকাশ চোপড়ার পছন্দের বিশ্ব একাদশ:
রোহিত শর্মা, দিমুথ করুণারত্মেকে, মার্নাশ ল্যবুশনে, স্টিভ স্মিথ, জো রুট, বেন স্টোকস, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কমিন্স, জোস হেজেলহুড, স্টুয়ার্ট ব্রড।