দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ, সাউথ আফ্রিকার সফরের জন্য ভারতের প্রথম একাদশ বেছে নিলেন আকাশ চোপড়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য উড়ে যাবে। সেখানে তাদের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনস্ত ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। সেই সফরের জন্য আকাশ চোপড়া নিজের মনের মতো করে ভারতীয় টেস্ট দল বেছে নিয়েছেন। তবে প্রথম একাদশ নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫-সদস্যের একটি ভারতীয় দল নির্বাচন করেছেন তিনি। তবে অনেক চমক রয়েছে সেই দলে

আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি কোনো সন্দেহ ছাড়াই রোহিত শর্মা এবং কে এল রাহুলকে ওপেনার হিসেবে বেছে নিয়েছি। এই দুটোই খুব সোজা সিদ্ধান্ত যারা ইংল্যান্ডে ভালো করেছে।” আকাশ ফর্মে থাকা ময়ঙ্ক আগরওয়াল-কে দলের বাইরে রেখেছেন। আকাশ চোপড়া আরও বলেন, “আমি পূজারাকে আমার দলে ৩ নম্বরে মাঠে নামাবো। তার ওপর অনেক চাপ, তাই এই সফর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোহলি থাকবেন ৪ নম্বরে। তিনি দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছেন এবং আশা করছি আমাদের শতরানের অপেক্ষা এখানেই শেষ হবে। শ্রেয়স আইয়ারকে পাঁচ নম্বরে রাখব। অভিষেকে তিনি যা করেছেন তার পর কে তাকে বাইরে রাখতে পারবে? অজিঙ্কা রাহানে আমার একাদশে থাকবে না। ঋষভ পন্ত থাকবেন ৬ নম্বরে, অর্থাৎ ৫ ব্যাটসম্যান ও একজন কিপার। আমি অধিনায়কের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই না, তিনি সবসময় ৫ জন বোলারকে অন্তর্ভুক্ত করেন তাই আমি একইভাবে দলকে প্রস্তুত করেছি।”

India test team 1720x1000

লোয়ার অর্ডার সম্পর্কে আকাশ বলেন, “অলরাউন্ড ক্রিকেটার হিসেবে রবীন্দ্র জাদেজা থাকবেন ৭ নম্বরে। কোন সন্দেহ নেই যে সে একজন দুর্দান্ত ক্রিকেটার এবং আমার মতে তাকে ছাড়া প্রথম ১১ সম্পূর্ণ হবে না। ৮ নম্বরে অশ্বিন থাকবেন কারণ আমি ২ জন স্পিনার দেখতে চাই, আমি পিচ দেখিনি কিন্তু আমার মনে হয় এটা করা যেতে পারে কারণ ৪ জন পেসার থাকলে একজনের অধীনে পারফর্ম করবে।”

বোলিং নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তিনি বলেছেন, “এরপর নির্বাচন সহজ, বুমরাহ ও শামিকে নিয়ে বিতর্ক করা যাবে না, সবাই তাদের দলে রাখতে চাইবে। আমি ঈশান্তের বদলে সিরাজকে ১১ নম্বরে বেছে নিয়েছি যে তৃতীয় পেসার হবে।” অর্থাৎ তার গোটা দলটি কতকটা এরকম:-

রোহিত শর্মা,
কেএল রাহুল,
চেতেশ্বর পূজারা,
বিরাট কোহলি,
শ্রেয়াস আইয়ার,
ঋষভ পান্ত,
রবীন্দ্র জাদেজা,
রবিচন্দ্রন অশ্বিন,
যশপ্রিত বুমরা,
মহম্মদ শামি,
মহম্মদ সিরাজ

অতিরিক্ত ক্রিকেটার হিসেবে তার দলে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, উমেশ যাদব

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর