বাংলা হান্ট ডেস্কঃ মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) এর নেতা আকবর উদ্দিন ওয়াইসির বিরুদ্ধে তেলেঙ্গানা পুলিশ করিমনগর থানায় ১৫৩-এ ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে। তেলেঙ্গানার স্থানীয় আদালত AIMIM নেতা আকবর উদ্দিন ওয়াইসির বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিল। এবার ওনাকে গ্রেফতারও করা হতে পারে।
তেলাঙ্গানার আদালত ২৩শে জুলাই আকবর উদ্দিন ওয়াইসির ভাষণের জন্য পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দেয়। আকবর উদ্দিন ওয়াইসির AIMIM এর প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির ভাই, আর ইনি বরাবরই নিজের বিতর্কিত বয়ানের জন্য শিরোনামে থাকেন। এরকমই এক বিতর্কিত বয়ানের জন্য উনি জেল ও খেটেছেন।
Telangana: Case registered against AIMIM leader Akbaruddin Owaisi under section 153-A of the IPC in Karimnagar police station after a local court directed police to register a case for his speech in Karimnagar on July 23 pic.twitter.com/2DnzQ0c4QH
— ANI (@ANI) August 2, 2019
AIMIM নেতা আকবর উদ্দিন ওয়াইসি হিন্দুদের বিরুদ্ধে চরম বিতর্কিত মন্তব্য করে জেল খেটেছিলেন। আর এরজন্য ওনাকে আজও দেশের মানুষ মনে রেখেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে AIMIM নেতা আকবর উদ্দিন ওয়াইসি বলেছিলেন, ‘ ১৫ মিনিটের জন্য পুলিশ প্রশাসন উঠিয়ে নেওয়া হলে, দেশের ৩০ কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ ১০০ কোটির হিন্দু দের সাফাই করে দেবে।”