রয়েছে জেলে! খালিস্তানি সমর্থক অমৃতপালের নির্বাচনে জয়ের পর গ্রামে শুরু অখন্ড পাঠ

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) একাধিক আসনে বিরাট উত্থান-পতন পরিলক্ষিত হয়েছে। এদিকে, কট্টরপন্থী খালিস্তানি সমর্থক অমৃতপাল সিং (Amritpal Singh) খাদুর সাহেব লোকসভা আসন থেকে নির্বাচনে জিতেছে। বর্তমানে সে জাতীয় নিরাপত্তা আইনে আসামের ডিব্রুগড় কারাগারে বন্দি রয়েছেন। এমতাবস্থায়, অমৃতপাল সিংয়ের জয়ের পর তার গ্রামের মানুষ খুব খুশি। কিন্তু কোনো উদযাপন করা হচ্ছে না। অমৃতপালের বাবা-মা বাড়িতে অখণ্ড পাঠ শুরু করেছেন। ছেলের নির্বাচনে বিজয়ী হওয়ায় তাঁরা আনন্দ প্রকাশ করেন এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৬ জুন বৃহস্পতিবার অখন্ড পাঠের পর ছেলের মুক্তির জন্য তৎপরতা জোরদার করবেন বলে জানিয়েছেন তাঁরা।

এই প্রসঙ্গে অমৃতপালের মা বলবিন্দর কৌর জানান, ৬ জুন আমরা অমৃতপালের মুক্তির চেষ্টা শুরু হবে। তিনি সমর্থকদের উদযাপন না করার আহ্বান জানিয়েছেন। এদিকে, অকাল তখত সাহেবের জথেদার গিয়ানি রঘবীর সিং ব্লু স্টার অপারেশনের বার্ষিকীকে সামনে রেখে উদযাপন না করতে বলেছেন। তাঁর নির্দেশে কোনো কর্মসূচির আয়োজন করা হয়নি। ব্লু স্টার অপারেশনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অখণ্ড পাঠের প্রস্তাব দেওয়া হয়েছে। যা ৬ জুন সম্পন্ন হবে।

Akhanda Path started in villages after the election victory of Amritpal Singh.

সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, অমৃতপাল সিংয়ের মা বলবিন্দর কৌর বলেছেন যে,” আমি এই জয়ের জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমরা সকল ধর্মকে সম্মান করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সমর্থন জানিয়েছেন। আমরা সকল ধর্মকে ভালবাসি। অমৃতপাল নিজে সব ধর্মকে স্বাগত জানায়।”

আরও পড়ুন: তৃতীয়বার মোদী সরকার! NDA-র বৈঠক শেষে বিজেপিকে ফুল সাপোর্টের ঘোষণা নিতিশ, নাইডুর

ছেলের মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানাবেন: এদিকে, অমৃতপালের বাবা তারসেম সিং জানিয়েছেন, ২৫ মে ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছিল। যত তাড়াতাড়ি সম্ভব তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। যাতে সে নেতৃত্ব দিতে পারে। পাশাপাশি তিনি আরও জানান, তারাই পারে যুব সমাজকে মাদক থেকে মুক্ত করতে। পাঞ্জাবের অন্যান্য সমস্যা উত্থাপন এবং তাদের সমাধানও এবার করা উচিত।

আরও পড়ুন: বিরাট ধাক্কা! একদিনেই ২০৭৯৪১২৬৯৫০০০ টাকা হারালেন আদানি, সম্পদ কমলেও বাজিমাত আম্বানির

কারাগার থেকেই মনোনয়ন দাখিল করা হয়: ওয়ারিস পাঞ্জাব ডি অর্গানাইজেশনের প্রধান অমৃতপাল সিং খাদুর সাহেব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। অমৃতপাল জাতীয় নিরাপত্তা আইনে ডিব্রুগড় জেলে বন্দী। সে কারাগার থেকেই মনোনয়ন জমা দেয়। অমৃতপাল সিং কংগ্রেস প্রার্থী কুলদীপ সিং জিরাকে ১,৯৭,১২০ টি ভোটে পরাজিত করে আসনটি জিতেছে। অমৃতপাল সিং পেয়েছেন ৪,০৪,৪৩০ টি ভোট। জানিয়ে রাখি যে, অমৃতপাল অমৃতসরের জল্লুপুর খেদা গ্রামের বাসিন্দা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর