বাংলা হান্ট ডেস্কঃ ‘আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী..’, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অখিল গিরি (Akhil Giri)। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে নামে বিজেপি নেতা এবং কর্মী সমর্থকরা। এমনকি এই ঘটনার জেরে ক্ষমাপ্রার্থনা করতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এই ঘটনায় ফের এখন ক্ষমা চেয়ে বসলেন রাজ্যের কারা মন্ত্রী।
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে বর্তমানেও সরগরম হয়ে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। অতীতে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চান অখিল গিরি। তবে বিতর্ক থেমে থাকে নি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয় আর এবার সেই ঘটনার দরুণ ফের একবার ক্ষমা চেয়ে বসলেন ‘অনুতপ্ত’ তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “আমার ভুলের জন্য নেত্রী ক্ষমা প্রার্থনা করেন। আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী, অনুতপ্ত।”
উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের কারণে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থক এবং নেতা মন্ত্রীরা। এই ঘটনায় নন্দীগ্রাম থানা এবং মালদহের একটি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিতে সরব হয় একাধিক মহল।
অবশেষে চাপের মুখে রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির অপমানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল গিরি যে অন্যায় করেছে, তার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। মানুষের ভেতর সুন্দর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কেউ যদি অন্যায় করে, তাহলে তা কখনোই সমর্থনযোগ্য নয়।” আর এবার মুখ্যমন্ত্রী ক্ষমাপ্রার্থনা করায় ‘অনুতপ্ত’ হলেন অখিল গিরি।