রাষ্ট্রপতির পর এবার শুভেন্দুর বাবা! শিশিরকে ‘নেংটি মন্ত্ৰী’ বলে আক্রমণ অখিল গিরির

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে ‘অপমানজনক’ মন্তব্য করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি (Akhil Giri), যা নিয়ে মুহূর্তের মধ্যে সরগরম হয়ে ওঠে গোটা বাংলা। এমনকি, ক্ষমাপ্রার্থনা করতে হয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। পরবর্তীতে এই ঘটনার জন্য ক্ষমা চাইলেও ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন অখিল। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পিতা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikari) ‘নেংটি মন্ত্রী’ বলে খোঁচা মারলেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক।

উল্লেখ্য, সম্প্রতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন্দ্র করে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”

অখিল গিরির এহেন মন্তব্যের ফলে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট। পরবর্তীতে মন্ত্রীসহ অন্যান্য পদ থেকে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয় বিরোধী থেকে শুরু করে অন্যান্য একাধিক মহল। ক্ষমাপ্রার্থনা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মাঝের কয়েকদিন চুপ থাকলেও বর্তমানে ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন অখিল গিরি। শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ ঘিরে ইতিমধ্যে তোলপাড় বাংলা।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের সময় থেকে তৃণমূল বনাম শিশির অধিকারী দ্বন্দ্ব চরমে। এক্ষেত্রে দলের একাধিক নির্দেশ অমান্য করার পাশাপাশি বিজেপির সভাতে উপস্থিত থাকতেও দেখা যায় তাঁকে। সম্প্রতি, শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের নিকট উপস্থিত হয় তৃণমূলের সংসদীয় দল।

এর মাঝেই গত বৃহস্পতিবার শিশিরবাবুকে উদ্দেশ্য করে অখিল বলেন, “শুভেন্দু আমাকে হাফ প্যান্ট মন্ত্রী বলেছিল। তবে আমি বলতে চাই যে, আমার দপ্তরের একাই মন্ত্রী হলাম আমি। কিন্তু তোমার বাবার ওপরে তার দপ্তরের মন্ত্রী ছিলেন। তাহলে কি তোমার বাবা নেংটি মন্ত্রী?”

পরবর্তীতে নিজের মন্তব্যের সাফাই দিতে গিয়ে তৃণমূল নেতা বলেন, “শিশির অধিকারী যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, তখন তাঁর মাথার ওপর একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। অপরদিকে শুভেন্দু  আমাকে হাফ প্যান্ট মন্ত্রী বলছে। তাহলে হাফপ্যান্টের নিচে যা থাকে, সেটা বোঝানোর জন্যই আমি ওই কথা বলেছি।”

akhil

অখিলের এহেন মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু কিংবা শিশির অধিকারী বিশেষ কোন প্রতিক্রিয়া না দিলেও এদিন সুদাম পন্ডিত নামে এক বিজেপি নেতা বলেন, “তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে গালি দিয়ে চলেছেন। ফলে তাঁর দলের অন্যান্য নেতারা যে এই ধরনের মন্তব্য করবেন, তা অত্যন্ত স্বাভাবিক।”

Sayan Das

সম্পর্কিত খবর