বাংলা হান্ট ডেস্কঃ মহিলা সরকারি আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক অখিল গিরি (Akhil Giri)। এর জেরে তাঁকে হারাতে হয় নিজের মন্ত্রিত্ব। এবার বিতর্কে জড়ালেন তাঁর ছেলে সুপ্রকাশ গিরি (Suprakash Giri)। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। সেখানে কাঁথি পুরসভার চেয়ারম্যান তথা অখিল পুত্রকে বলতে শোনা যাচ্ছে, ‘ঠাটিয়ে চড় মারব… রড দিয়ে মাথা ফাটিয়ে দেব’! ইতিমধ্যেই এই নিয়ে জলঘোলা শুরু হয়েছে।
বিতর্কে জড়ালেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ (Suprakash Giri)!
জানা যাচ্ছে, জল নেওয়া নিয়ে যাবতীয় বিতর্কের শুরু হয়। কাঁথি পুরসভার দিঘা বাইপাস সংলগ্ন অঞ্চলের ১৪ নং ওয়ার্ডে সরকারি খাস জমিতে একটি জলাশয় রয়েছে। কাঁথি পৌরসভার তরফ থেকে একজন জনৈক ব্যক্তিকে সেখান থেকে জল নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে সেই জমির পাশের জমির মালিক গোরাচাঁদ পত্র নামের এক ব্যক্তি তাতে বাধা দেন বলে অভিযোগ।
এখান থেকে ঝামেলার সূত্রপাত বলে খবর। একথা সামনে আসার পর ওয়ার্ড কমিটির তরফ থেকে বাধাদানকারীকে বোঝানোর চেষ্টা করা হয়। তাতে তিনি অভব্য ব্যবহার করেন বলে অভিযোগ। এই খবর পাওয়ার পর কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ (Suprakash Giri) সেখানে পৌঁছন। অখিল পুত্রের দাবি, তাঁকে উদ্দেশ্য করেও গোরাচাঁদ নামের ওই ব্যক্তি খারাপ মন্তব্য করেন। এরপরেই বচসা শুরু হয়। গোরাচাঁদ নামের ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সুপ্রকাশ গালিগালাজ করেন বলে খবর।
আরও পড়ুনঃ কড়াকড়ি সরকারের! এবার নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক! সরকারি কর্মীদের জন্য বড় খবর
ভিডিওয় কাঁথি পুরসভার চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘এই আঙুল তুলে কথা… ঠাটিয়ে চড় মারব… এই একে তুলে নিয়ে চল তো…! ওর নামে এখনই চিঠি পাঠাও…। কোর্ট কেসে যাও… বেরো এখান থেকে…। রড দিয়ে মাথা ফাটিয়ে দেব…। পুরসভার জমি এখান থেকে বেরো…বেরো!’ পাল্টা ওই ব্যক্তি আবার বলেন, ‘এই জায়গা আপনারও নয়। আপনি যদি দাঁড়াতে পারেন, আমিও পারি’।
ইতিমধ্যেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পরবর্তীতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই ঘটনা প্রসঙ্গে সুপ্রকাশ (Suprakash Giri) বলেন, ‘উনি সরকারি জমি দখল করে ছিলেন। আমি যখন যাই ওই ব্যক্তি আমায় কটুক্তি করেন’। ওই ব্যক্তি তাঁকে হেনস্থা করেছেন বলে দাবি করেন অখিল পুত্র। সুপ্রকাশের কথায়, ‘তাঁকে আমি জবরদখল থেকে সরিয়ে দিই’।