বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক (BJP MLA) হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) তৃণমূলে (Trinamool) যোগদানের জল্পনায় সরগরম রাজনৈতিক মহল। সত্যিই কী গেরুয়া শিবির ছাড়ছেন তারকা বিধায়ক? তুঙ্গে জল্পনা। আসলে এই জল্পনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। সম্প্রতি মেদিনীপুরের জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে অভিনেতা হিরণের একটি ছবি ভাইরাল হয়ে যায়। আর তা প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজনীতির অন্দর।
এই আবহেই এবার ‘হিরণ বিতর্কে’ মন্তব্য করলেন রাজ্যের কারা মন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরি (Akhil Giri)। “অল্প দরজা খুলছে তাতেই হিরণের নাম শোনা গেল। আরও একটু ধৈর্য্য ধরুন দরজার বাইরে লাইন আছে বিধায়কদের।” এদিন ঠিক এমনটাই মন্তব্য করলেন অখিল গিরি। একেই ভোট পূর্বে দলবদলের আবহে উত্তাল বঙ্গ। তার উপর মন্ত্রীর এহেন মন্তব্যে যে জল্পনা আরও বেশ কিছুটা বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির ১৬তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই সম্মেলন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ও রাজ্যের কারা ও সংশোধনাগার দফতরের মন্ত্রী অখিল গিরি। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তরুণ জানা-সহ বিশিষ্ট জন। এই অনুষ্ঠান থেকেই এদিন বড় মন্তব্য করলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।
ঠিক কী বললেন মন্ত্রী অখিল গিরি? এদিন তিঁনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথি এসে ঘোষণা করেছিলেন একটু দরজা তা খুলবে। সেই মতো একটু দরজা খুলছে। তাতেই হিরণের নাম শোনা গেল। একটু ধৈর্য্য ধরুন দরজার বাইরে লাইন আছে। আগামী দিনে অনেকেই আসবে তৈরি হয়ে আছে। আমাদের দল দুর্নীতির সঙ্গে আপস করে না। দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে। জমি জালিয়াতির সঙ্গে জড়িয়ে যাঁরা তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়াও দিঘা-সহ উপকূলীয় এলাকায় পর্ষদের আওতাধীন জায়গাতে কোনও ভাবে জমি জালিয়াতি হচ্ছে না। কারণ সরকারের নিয়মে লিজ দেওয়া হচ্ছে বিক্রি নয়।”