বাংলা হান্ট ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Election) নিয়ে সমাজবাদী পার্টি (Samajwadi Party) ও কংগ্রেসের (Congress) আলোচনা এখনও অব্যাহত। বহু জল্পনার পর অবশেষে নাকি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জোট বাঁধছে সপা এবং কংগ্রেস। সূত্রের খবর, আজ সন্ধ্যার মধ্যেই আসন ভাগাভাগির খবর ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে সপা প্রধান অখিলেশ যাদব জানিয়েছেন, ‘যার শেষ ভালো তার সব ভালো।’
এইদিন অখিলেশ যাদব জানিয়েছেন, সমাজবাদী পার্টি যতটা সম্ভব মানুষকে সংযুক্ত করার চেষ্টা করবে। সময় হলে জনগণকে দায়িত্ব দেওয়া হবে। আজ সন্ধ্যাতেই আসন ভাগাভাগির খবর ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। বিকেল ৫টায় যৌথ সংবাদ সম্মেলন হতে পারে বলে খবর। এতে উভয় দলের সিনিয়র নেতারাও অংশ নিতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউপিতে মোট ৮০টি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে তিনটি আসন নিয়ে চলছিল দরাদরি। সূত্রের খবর, এই তিনটি আসন নিয়ে আলোচনা এখনও অব্যাহত থাকলেও একটা মাঝামাঝি সমঝোতা করা গেছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, সপা কংগ্রেসকে সীতাপুরসহ ১৭টি আসনের প্রস্তাব দিয়েছিল। আপতত তাতে রাজি হয়েছে কংগ্রেস। তবে কংগ্রেসকে আমরোহা আসনটিও ছেড়ে দিতে পারে সপা।
সূত্রের খবর, কংগ্রেসকে দেওয়া এই ১৭টি আসনের মধ্যে সীতাপুরও রয়েছে। হাথরসের পরিবর্তে সীতাপুরে প্রার্থী দেবে কংগ্রেস। এই ১৭টি আসনের মধ্যে রয়েছে আমেঠি, রায়বেরেলি, প্রয়াগরাজ, বারাণসী, মহারাজগঞ্জ, দেওরিয়া, বাঁশগাঁও, সীতাপুর, আমরোহা, বুলন্দশহর, গাজিয়াবাদ, কানপুর, ঝাঁসি, বারাবাঙ্কি, ফতেপুর সিক্রি, সাহারানপুর এবং মথুরার।
এই তিনটি আসনে সমস্যা ছিল
ঠিক একদিন আগে খবর এসেছিল যে এসপি এবং কংগ্রেসের মধ্যে জোট নিয়ে টানাপোড়েন চলছে। স্থানীয় পর্যায়ে আসন ভাগাভাগি নিয়ে চলছে আলোচনা। সূত্রের খবর, সপা সভাপতি অখিলেশ যাদব কংগ্রেসকে মোরাদাবাদ, বালিয়া এবং বিজনোর আসন দিতে প্রস্তুত নন। অন্যদিকে কংগ্রেস বালিয়া আসনে বাজি ধরতে চায় রাজ্য সভাপতি অজয় রাইয়ের জন্য। তবে এবার এই তিনটি আসন ছাড়াই সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধতে প্রস্তত কংগ্রেস।