পাঁচ বছরে ১ কোটি চাকরি, পেট্রোল-বিদ্যুৎ ফ্রি! সমাজবাদী পার্টির ঘোষণাপত্রে বড় চমক

বাংলা হান্ট ডেস্কঃ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইশতেহার প্রকাশ করেছে। সমাজবাদী পার্টি তাদের ইশতেহারের নাম দিয়েছে বচন-পত্র। অখিলেশ যাদব এসপির ইস্তেহার সম্পর্কে বলেছেন যে, সমাজবাদী পার্টি সরকার গঠিত হলে সমস্ত ফসলের উপর MSP নির্ধারণ করা হবে। 15 দিনের মধ্যে আখ চাষিদের টাকা দেওয়া হবে। 4 বছরের মধ্যে সব কৃষককে ঋণমুক্ত করা হবে। কৃষকদের বিনামূল্যে 2 ব্যাগ ডিএপি সার ও 5 ব্যাগ ইউরিয়া দেওয়া হবে। শুধু তাই নয়, এসপির ইশতেহারে বাইক চালকদের প্রতি মাসে এক লিটার পেট্রোল, অটো চালকদের প্রতি মাসে তিন লিটার পেট্রোল বা ছয় কেজি সিএনজি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

1. সমস্ত ফসলের জন্য MSP প্রদান করা হবে এবং 15 দিনের মধ্যে আখ চাষীদের অর্থ প্রদান করা হবে।
2. সমস্ত কৃষককে চার বছরের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যে ঋণমুক্ত করা হবে।
3. 2 একরের কম জমি আছে এমন কৃষকদের বিনামূল্যে দুই ব্যাগ ডিএপি এবং পাঁচ ব্যাগ ইউরিয়া দেওয়া হবে।
4. সমস্ত কৃষকদের সেচের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, সুদমুক্ত ঋণ এবং বীমা-পেনশনের ব্যবস্থা করা হবে।

মুদ্রাস্ফীতির উপর আঘাত
1. সমস্ত বিপিএল পরিবারকে প্রতি বছর 2টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে।
2. টু-হুইলার মালিকদের প্রতি মাসে এক লিটার পেট্রোল দেওয়া হবে এবং অটো রিকশা চালকদের তিন লিটার পেট্রোল বা 6 কেজি সিএনজি বিনামূল্যে পাবে।

নারীর ক্ষমতায়ন
1. সরকারি চাকরিতে মহিলাদের 33 শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।
2. মহিলা পাওয়ার লাইন 1090 আবার শক্তিশালী করা হবে এবং এর অধীনে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে FIR নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে।
3. কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে। দ্বাদশ শ্রেণি পাশ করলে মেয়েদের 360000 টাকা দেওয়া হবে।

সামাজিক বিচার
1. সমাজবাদী পেনশন স্কিম আবার শুরু হবে। এর অধীনে অভাবী মহিলা এবং বিপিএল পরিবারগুলিকে প্রতি বছর 18000 টাকা পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে ১ কোটি পরিবারের কাছে।
2. সমাজবাদী ক্যান্টিন এবং মুদির দোকান স্থাপন করা হবে।

আইন – শৃঙ্খলা
1. এক বছরের মধ্যে সমস্ত গ্রাম ও শহরে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন নজরদারি ব্যবস্থা।

শিক্ষা
1. প্রতি জেলায় মডেল স্কুল প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ে আসন দ্বিগুণ করা।
2. দ্বাদশ পাশে সকল ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ দেওয়া হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর