বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে এবার বড় ঘোষণা করলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে আগ্রার বাহে বাজপেয়ীর জন্মস্থানে তাঁর নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরির কথা এদিন ঘোষণা করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো।
এদিন আগ্রায় বাহ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় এমনটাই ঘোষণা করেন অখিলেশ যাদব। এমননি ক্ষমতায় এলে উন্নয়নের জন্য বাহকে একটি আলাদা জেলা ঘোষণা করার প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি বলেন, ‘আগ্রা পর্যটন কেন্দ্র। তাই ধর্মীয় পর্যটনের দিক থেকে বটেশ্বরও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই এলাকার সামগ্রিক উন্নয়ন চাই। তাই যদি প্রয়োজন হয় তাহলে বাহকে নতুন জেলা বলে ঘোষণা করা হবে। বাহতে অটল বিহারি বাজপেয়ীর জন্মস্থানে তাঁর নামে একটি বিশ্ববিদ্যালয়ও বানানো হবে।
এদিনের এই সভা থেকে লতা মঙ্গেশকরকেও শ্রদ্ধার্ঘ্য জানান তিনি। তিনি বলেন, ‘সারা জীবনে ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। এই গান আজও আমরা শুনি। তাঁর মৃত্যু সংবাদে অত্যন্ত শোকাহত আমরা। তাঁর মতন কেউ কোনোদিন ছিলও না, আর হতেও পারবে না’। সমাজবাদী পার্টির সরকার গঠনের পর লতা মঙ্গেশকরের স্মরণে একটি বিরাট অনুষ্ঠান করার কথাও জানান তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও এক হাত নেন অখিলেশ। তিনি বলেন, ‘বাবা (আদিত্যনাথ) খালি গরম বের করার কথা বলেন। আমরা শীত গরম কোনোটাই বের করতে চাই না। আমরা চাই তরুণেরা পুলিশে চাকরি পাক। আমরা রোজগারের কথা বলি।’ তিনি আরও বলেন, ‘এই ক’বছরে কোনো উন্নতিই হয়নি রাজ্যের। বিদ্যুৎ নেই। চুরি যাচ্ছে কৃষকের সার। একটা কলকারখানাও গড়ে ওঠেনি। সেচের জল নেই। সবকিছুই পরিবর্তন করা দরকার’। তাঁরা ক্ষমতায় এলে ৩০০ ইউনিট বিদ্যুই বিনামূল্যে পাবে উত্তরপ্রদেশ বাসী এমনটাও জানিয়েছেন তিনি।
যোগীরাজ্যে বিধানসভা ভোট দোরগোড়ায় হাজির। আর মাত্র দিন সাতেকের ব্যবধানেই নির্বাচন। যুদ্ধের আগে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে বিজেপিও। কিন্তু এহেন পরিস্থিতিতে সমাজবাদী পার্টির এই নেতার এই ঘোষণাকে বিরাট বাজি বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।