ভারত ছেড়ে পাকিস্তানে গিয়ে থাকুন, পাঠান বিতর্কের মাঝে শাহরুখকে পরামর্শ স্বামীজির

বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রদেশ জুড়ে ‘পাঠান’ (Pathan) এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার ডাক দেওয়া হচ্ছে। মন্ত্রী নরোত্তম মিশ্র সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘বেশরম রঙ’ গানে দীপিকার গেরুয়া বিকিনি সহ অশ্লীল দৃশ্যগুলি বাদ না দিলে ছবিটি মুক্তি পাবে না সে রাজ্যে। এবার মধ্যপ্রদেশের গো সম্বর্ধন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট স্বামী অখিলেশ্বরানন্দ গিরি মহারাজ (Akhileshwaranand Giri Maharaj) এক পরামর্শ দিলেন শাহরুখ খানকে (Shahrukh Khan)।

পাঠানের বিরুদ্ধে চতুর্দিকে ক্ষোভের সঞ্চার হয়েছে। শাসক বিরোধী রাজনৈতিক দল, হিন্দু মুসলিম নির্বিশেষে একজোট হয়ে ছবিটির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মানুষ। এর মাঝেই অখিলেশ্বরানন্দ গিরি মহারাজের একটি মন্তব্য বিতর্ক বাড়িয়েছে আরো। শাহরুখকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

shahrukh unwell

স্বামী জি বলেন, ‘শাহরুখ খানের যদি শত্রু রাষ্ট্রের প্রতি সহানুভূতি থাকে, তাহলে ওঁর উচিত এই মুহূর্তে ভারত ছেড়ে পাকিস্তানে গিয়ে বসবাস করা।’ তিনি আঙুল তুলেছেন সেন্সর বোর্ডের দিকেও। তাঁর কথায়, সেন্সর বোর্ড যখনি কোনো ছবিকে ছাড়পত্র দেয় তখন এটা নিশ্চিত করে যে ছবিটি কারোর ব্যক্তিগত বা সমষ্টিগত অনুভূতিতে আঘাত না হানে। কিন্তু পাঠান ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। তাই ছবিটি মধ্যপ্রদেশে মুক্তি পেতে দেওয়া উচিত নয়।

তিনি আরো বলেন, গেরুয়া রঙ সূর্যের তেজের প্রতীক। কিন্তু ছবিতে সেই রঙকে অশ্লীল তামাশার পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এটা হিন্দু সমাজ এবং সংষ্কৃতির উপরে একটা ভয়াবহ মজা। যেভাবে ছবির গানে গেরুয়া রঙকে দেখানো হয়েছে তা ভুল এবং হিন্দু ধর্ম, সংষ্কৃতির অপমান বলে মন্তব্য করেন স্বামী অখিলেশ্বরানন্দ গিরি মহারাজ। সেই সঙ্গে পাঠানের পাশাপাশি শাহরুখকেও বয়কটের ডাক দিয়েছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর