বাংলা হান্ট ডেস্ক: ঘাটকোপার থেকে ভারসোভা যাচ্ছিলেন ৷ কিন্তু মুম্বইয়ের যানজট যে কতটা ভয়ঙ্কর, তা কারোরই অজানা নয়। ঘাটকোপর থেকে ভারসোভা গাড়িতে করে যেতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়। বহুক্ষণ গাড়িতে বসে থাকার পর আর ঝুঁকি নেননি অক্ষয় কুমার ৷ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৷ যানজট থেকে বাঁচতে বিকল্প উপায় ছিল একটাই ৷ সেটা হল মেট্রো ৷ আর সময় নষ্ট না করে সোজা উঠে পড়লেন মেট্রোয় ৷ অনেক কম সময়েই পৌঁছে গেলেন নিজের গন্তব্যে ৷
https://twitter.com/akshaykumar/status/1174324891698507776?s=19
ঘাটকোপর থেকে চটপট মেট্রোয় উঠে পড়েন অক্ষয় কুমার এবং রাজ। বলিউড ‘খিলাড়ি’-কে দেখে যাতে হুড়োহুড়ি না পড়ে যায়, সেই কারণে মেট্রোর এক কোণায় দাঁড়িয়ে ছিলেন অক্ষয়।
সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অক্ষয় কুমার ৷ গাড়িতে গেলে যেখানে ২ ঘণ্টা লাগত ৷ সেখানে মেট্রো করে যেতে অক্ষয়ের সময় লাগে মাত্র ২০ মিনিট ৷ প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে যানজট আরও বাড়ে ৷ তাই প্রত্যেককেই মেট্রো রেলে চড়ার পরামর্শ ‘খিলাড়ি’ অক্ষয়ের ৷
https://twitter.com/akshaykumar/status/1174324891698507776?s=19
এদিকে মুম্বই মেট্রোর সম্প্রসারণের জন্য মুম্বাই অ্যারে বনাঞ্চল থেকে ২৭ হাজার গাছ কেটে ফেলতে হবে বলে সম্প্রতি জানায় বৃহন্মুম্বাই পুরসভা। যে সিদ্ধান্তকে সমর্থন করে ট্যুইট করেন অমিতাভ বচ্চন। বিগ বি-র ওই ট্যুইট সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন অ্যারে বনাঞ্চল বাঁচাও কমিটি। এমনকী, বুধবার অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অ্যারে বনাঞ্চল বাঁচাও কমিটির সদস্যরা।