ধামাকাদার অ্যাকশনে ভরপুর রিমেক, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ রূপে আসছেন অক্ষয়-টাইগার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এর আগেই খবর মিলেছিল ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র (bade miyan chote miyan) রিমেক হতে চলেছে নতুন করে। গোবিন্দা ও অমিতাভ বচ্চনের জুতোতে পা গলাতে চলেছেন অক্ষয় কুমার (akshay kumar) ও টাইগার শ্রফ (tiger shroff)। গুঞ্জন সত‍্যি করেই ঘোষনা করা হল রিমেক ছবিটির। তাও আবার রীতিমতো ভিডিও বানিয়ে।

প্রথম ঝলকেই দুই অভিনেতার অনস্ক্রিন রসায়নে মুগ্ধ নেটিজেনরা। অ্যাকশন ও বিনোদনে ভরপুর এমন ধামাকা তাও আবার ছবির ঘোষনাতেই, খুব কম দেখা গিয়েছে। প্রযোজকরা যে একটা বড় অঙ্কের টাকা ঢেলেছেন ছবির পেছনে তা বেশ স্পষ্ট। উপরি পাওনা অক্ষয় ও টাইগারের ধামাকাদার যুগলবন্দি। শুরুতেই দর্শকদের উত্তেজনা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর রিমেক।


অমিতাভ ও গোবিন্দার ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটিকে নতুন ভাবে আনতে চলেছেন অক্ষয়। এই প্রথম টাইগারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অক্ষয়। ছবির পরিচালনা করতে চলেছেন আলি আব্বাস জাফর। আদ‍্যোপান্ত একটি এন্টারটেনার ছবি হতে চলেছে এটি।

এর আগে শোনা গিয়েছিল, ছবির চিত্রনাট‍্য এখনো পুরোপুরি তৈরি নয়। তবে অক্ষয় ও টাইগারের বিপরীতে এখনো নায়িকা পছন্দ করা হয়নি। খোঁজ চলছে অভিনেত্রীর। উল্লেখ‍্য, আসল ছবিতে অমিতাভ ও গোবিন্দা ছাড়াও ছিলেন রবীনা ট‍্যান্ডন, রাম‍্যা কৃষ্ণন, পরেশ রাওয়াল, অনুপম খের, সতীশ কৌশিকের মতো অভিনেতা অভিনেত্রীরা।

অতি সম্প্রতি জানা গিয়েছে, অক্ষয়ের ‘রাউডি রাঠোর’ ছবিরও সিক‍্যুয়েল তৈরির চিন্তা ভাবনা চলছে।। বাহুবলী’ পরিচালক এস এস রাজামৌলির বাবা তথা জনপ্রিয় চিত্রনাট‍্যকার কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ জানিয়েছেন, পরিচালক সঞ্জয় লীলা বনশালি নাকি তাঁকে এই ছবির জন‍্য চিত্রনাট‍্য লেখার অনুরোধ করেন। আপাতত ওই চিত্রনাট‍্য লেখার কাজটাই দ্রুত শেষ করার ইচ্ছা বিজয়েন্দ্রপ্রসাদের।

উল্লেখ‍্য, যে তেলুগু ছবি থেকে রাউডি রাঠোর অর্থাৎ হিন্দি সংষ্করণটি তৈরি হয়েছে সেই আসল ছবির চিত্রনাট‍্যও লিখেছিলেন তিনিই। সিক‍্যুয়েল ছবিতেও নায়ক নায়িকা অক্ষয় এবং সোনাক্ষী। প্রথম ছবির মতো এই ছবিতেও তাঁদের চরিত্রের নাম একই থাকবে। প্রথম অংশ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় অংশ।

X