বাংলাহান্ট ডেস্ক: শুধু মাত্র সিনেমায় নয়, বাস্তব জীবনেও একই রকম ‘ডেয়ার ডেভিল’ অক্ষয় কুমার (akshay kumar)। কিন্তু তিনিও একটি কাজের জন্য বিতর্কের মুখে পড়েছিলেন। এমনকি স্ত্রী টুইঙ্কল খান্নার (twinkle khanna) সঙ্গে গ্রেফতারও হতে হয়েছিল তাঁকে।
সালটা ২০০৯। প্রখ্যাত ল্যাকমে ফ্যাশন শোয়ে একটি জনপ্রিয় জিন্সের ব্র্যান্ডের প্রচারে গিয়েছিলেন অক্ষয়। তিনি হয়েছিলেন শো স্টপার। ওই ব্র্যান্ডের জিন্স পরে র্যাম্প ওয়াক করেন অক্ষয়। ক্যামেরার সামনে পোজও দেন। স্ক্রিপ্ট অনুযায়ী ঠিক ছিল এক মডেল তাঁর পরনের জিন্সের বোতাম খুলে দেবেন।
এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। কিন্তু অক্ষয় তা না করে সোজা চলে যান সামনের সারিতে বসা স্ত্রী টুইঙ্কল খান্নার কাছে। তাঁর হাত নিয়ে আসেন জিন্সের বোতামের দিকে। অক্ষয়ের উদ্দেশ্য বুঝতে পেরে প্রথমে লজ্জায় হাত সরিয়ে নেন টুইঙ্কল। কিন্তু পর মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে তাঁর কথা মতোই কাজ করেন। এক টানে খুলে দেন অক্ষয়ের জিন্সের বোতাম।
সেই ছবি বেশ চর্চিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উপস্থিত দর্শকরাও হাততালি দিয়েছিলেন দুজনের কাণ্ড দেখে। তবে সকলের বিষয়টা ঠিক হজম হয়নি। প্রকাশ্যে এমন ‘অশ্লীলতা’ মেনে নেননি কয়েকজন। বিষয়টা নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্ক সৃষ্টি হয়। আর সেই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রেফতারও হতে হয় অক্ষয় ও টুইঙ্কলকে।
অক্ষয় কুমার, স্ত্রী টুইঙ্কল খান্না ও শোয়ের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় অভিযোগ দায়ের হয়। প্রকাশ্যে ‘অশ্লীলতা’র দায়ে এক সমাজকর্মী এই অভিযোগ দায়ের করেন। অবশ্য সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু অক্ষয় ও টুইঙ্কলের জন্য নিঃসন্দেহে এটি একটি লজ্জাজনক ঘটনা।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে অক্ষয়ের দু দুটি ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। সূর্যবংশী ও লক্ষ্মী বম্ব ছবিতে দেখা যাবে তাঁকে। জানা যাচ্ছে, ‘সূর্যবংশী’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের দিওয়ালিতে। আগে মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু লকডাউন ও প্রেক্ষাগৃহ বন্ধ থাকাতে পিছিয়ে যায় ছবির মুক্তি। তবে দিওয়ালিতে প্রেক্ষাগৃহেই এই ছবি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। অপরদিকে নভেম্বরে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে লক্ষ্মী বম্ব।