শিব শরণে অক্ষয় কুমার, জন্মদিনের সকালে পৌঁছে গেলেন মহাকালেশ্বর মন্দিরে, সঙ্গী এই ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্ক : ‘ওএমজি ২’ বক্স অফিসে মোটামুটি ভালো ফল করলেও শাহরুখ খান, সানি দেওলের সামনে এখন ম্লান অক্ষয় কুমার। একটার পর একটা ফ্লপের পর এরকম মোটামুটি কালেকশন যে কোনও তারকার জন্যই বিপদ সঙ্কেত। অন্যদিকে একইরকম অবস্থায় শিখর ধাওয়ানও। বিশ্বকাপের দলে ঠাঁই হয়নি। আর জাতীয় দলে ফেরার সম্ভাবনাও প্রায় নেই। চরম সংকটে এই খেলোয়াড়।

জীবনের এই কঠিন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন শিখর ধাওয়ান ও অক্ষয় কুমার। যদিও অক্ষয় বা শিখর-ই প্রথম নন। এর আগেও বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে রোহিত শর্মা__র মত তারকারাও নিজেদের কঠিন সময়ে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিয়ে সুফল পেয়েছেন। আর সেই একই পথে হাঁটলেন শিখর-অক্ষয়!

আর তাছাড়া আজকের দিনটা অন্যভাবেও গুরুত্বপূর্ণ বটে। কারণ আজকের দিনেই জীবনের ৫৫টি বসন্ত পার করে ৫৬ বছর বয়সে পদার্পণ করলেন খিলাড়ি কুমার। যদিও তাকে দেখে সেটা বোঝার উপায় নেই‌। তিনি এই বয়সেও দূর্দান্ত ফিট। এখনও বছরে ৪-৫ টা করে ছবি করার ধক রাখেন তিনি। যদিও কেরিয়ারগ্রাফ এখন একটু নিম্নমুখী।

আরও পড়ুন : ‘ও সুযোগ পায়নি…’, ইয়ারিয়া ২ ছবি থেকে কেন বাদ পড়লেন মিমি? মুখ খুললেন যশ

সবে মিলিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে এইদিন সকাল সকাল সপরিবারে পুজো দিতে গেলেন উজ্জয়নে বাবা মহাকালেশ্বরের জ্যোতির্লিং মন্দিরে। সেখানেই তার সাথে যোগ দিয়েছিলেন শিখর ধাওয়ান। জন্মদিনের সকালটা উজ্জয়নের মহাকালেশ্বরে আরতি করে কাটালেন অভিনেতা। সাথে ছিল তার বোন, ভাগ্নি এবং ছেলে আরভ এবং শিখরের পরিবার।

আরও পড়ুন : ‘ইচ্ছে করেই আমি কোনও…’, কেমন আছেন কন্যা শোকে নির্বাক দীপঙ্কর? খোঁজ দিলেন দোলন

msid 103529667,imgsize 86576.cms

এইদিন কাকভোরে দুই পরিবারই ইন্দোর বিমানবন্দর থেকে সরাসরি মন্দিরে পৌঁছান। ভস্ম আরতির পর তারা পৌঁছে যান শ্রী মহাকাল লোকে। একদিকে অক্ষয় বলেন, তিনি সবসময় বাবার আশীর্বাদ চান। অন্যদিকে শিখর জানান, ‘মহাকালের কাছ থেকে উন্নতি কামনা করি এবং দেশের আরও উন্নতি হোক।’ তার কথায় স্পষ্ট যে, বিসিসিআই তাকে যোগ্য হিসেবে বিবেচনা না করলেও তিনি চান বিশ্বকাপ যেন ঘরেই আসে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর