‘ও সুযোগ পায়নি…’, ইয়ারিয়া ২ ছবি থেকে কেন বাদ পড়লেন মিমি? মুখ খুললেন যশ

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই টলিপাড়ার গন্ডি ছেড়ে যশ (Yash Dasgupta) পাড়ি দিয়েছে বি টাউনের উদ্দেশ্যে। অভিনেতার প্রথম ছবি ‘ইয়ারিয়া ২’ এখন মুক্তির দোরগোড়ায়। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার। ইতিমধ্যেই ছবির প্রচারও শুরু করে দিয়েছেন তারা। আর সেই সূচনা হয়েছে তিলোত্তমা নগরী কলকাতা থেকেই। যা নিজেই একটা বড় খবর বৈকি!

এর আগে কখনও বাংলা থেকে হিন্দি ছবির প্রচার হয়েছে বলে মনে পড়েনা। তবে এবার কেন এই উদ্যোগ? যশ এই প্রশ্নের জবাবে বলেন, ‘হ্যাঁ, একেবারেই। ছবির নায়ক বাঙালি বলেই কলকাতা দিয়ে এর প্রচার শুরু হল। আমি আর দিব্যা তো কালীঘাটে পুজো দিলাম। ওকে একটা বহু প্রাচীন মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাইয়েছি।’

   

কথাপ্রসঙ্গেই উঠে আসে মিমির নাম। মাঝে একবার শোনা গিয়েছিল মিমিও (Mimi Chakraborty) এই ছবিতে কাজ করবেন। তবে শেষ পর্যন্ত কেন সেটা করলেননা সেই প্রশ্নের জবাবে যশ বলেন, ‘আমি তো পুরোটা জানি না, তবে আমি যতটা পরিচালকের কাছে শুনেছি মিমি সুযোগটা শেষ পর্যন্ত পায়নি। ওর জায়গায় একজন অন্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি আমরা। তিনি কে সেটা সময়ের সঙ্গে জানতে পারবেন।’

আরও পড়ুন : ‘ইচ্ছে করেই আমি কোনও…’, কেমন আছেন কন্যা শোকে নির্বাক দীপঙ্কর? খোঁজ দিলেন দোলন

প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন পুজোতেই মুক্তি পেতে চলেছে যশের নতুন ছবি ‘ইয়ারিয়া ২’। একই সময়ে আরও ৪ টি বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। প্রতিযোগিতা দেখে ভয় লাগছে নাকি? জবাবে যশ বলেন, ‘না নার্ভাস নই। আমার প্রথম ছবি গ্যাংস্টার পুজোর সময় মুক্তি পেয়েছিল। প্রথম হিন্দি ছবিও এই সময় আসছে ভেবে ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ সাথে এটাও জানালেন যে, পুজোটা তিনি বাংলাতেই কাটাবেন। তবে ছবির প্রিমিয়ারে মুম্বাই যেতে হলে যাবেন তবে সেটা অবশ্যই নুসরতকে সাথে নিয়ে।

আরও পড়ুন : এই গান গাইলে মৃত্যু অবশ্যম্ভাবী! প্রাণ হারিয়েছেন ১২ জন, নেপথ্য কারণ জানলে চমকে যাবেন

actor yash dasgupta

তবে যেখানে যাই কাজ থাকুক না কেন, পুজোয় কলকাতা তিনি ফিরবেনই। কারণ যশের কাছে পুজো মানেই, শিউলি ফুল, ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ। এরপরেই যশের কাছে প্রশ্ন রাখা হয়, অভিনেতার বায়নাক্কা নাকি বড্ড বেশি। জবাবে তিনি বলেন, ‘নিজের জন্য ঠিকঠাক বসার জায়গা চাওয়া, সঠিক সময় খাবার চাওয়া এগুলো তো প্রয়োজনের মধ্যে পড়ে। সেগুলো চাওয়া কি বায়ানাক্কা? আমি তো এভাবেই মুম্বইতে কাজ করলাম কোনও অভিযোগ ওঠেনি। আসলে টলিউড ইন্ডাস্ট্রি এমন কিছু কথা ছড়িয়ে দিতে পছন্দ করে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর