বাংলাহান্ট ডেস্ক: মাস খানেক আগেই শাহরুখ খান পুত্র আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জেরে লাইমলাইটে এসেছিলেন নোরা ফতেহি (Nora Fatehi)। দুবাইতে বর্ষবরণের পার্টিতে দুজনকে একসঙ্গে দেখে কানাঘুঁষো চরমে উঠেছিল। যদিও বিষয়টা নিয়ে কোনো পক্ষেই কোনো রকম মন্তব্য করা হয়নি। এবার সঙ্গী বদলে ফেললেন নোরা। আরিয়ানের বদলে এলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।
পরপর সব ছবি ফ্লপ হলেও সিনেমা তৈরিতে কোনো কসুর বাদ রাখছেন না অক্ষয়। বছরে এখন চার পাঁচটি ছবি মুক্তি পায় তাঁর। তার মধ্যে থেকে বেশিরভাগই আগে থেকে শুটিং করে রাখা। তাই একটি ছবি ফ্লপ হলেও বাধ্য হয়েই পরপর সিনেমা রিলিজ করতেই হচ্ছে অক্ষয়কে। বছর পঞ্চাশ পেরোলেও এখনো হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গেই সিনেমা বানাচ্ছেন তিনি।
এবার নোরার সঙ্গে পাল্লা দিয়ে নাচতে দেখা গেল কানাডা কুমারকে। তাঁর আসন্ন ছবি ‘সেলফি’র নতুন গান ‘কুড়িয়ে নি তেরি’র সঙ্গে পা মেলাতে দেখা গেল দুই তারকাকে। নোরার নাচের দক্ষতা সম্পর্কে সকলেই জানেন। বেলি ডান্সে তিনি তুখোড়। অভিনেত্রী হিসাবে তেমন সুযোগ না পেলেও এখন প্রায় প্রতিটি আইটেম নাম্বার, প্রতিটি মিউজিক ভিডিওতেই দেখা যায় নোরাকে। অক্ষয়ের সঙ্গে তাঁর নাচও দ্রুত নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের।
তবে প্রশংসার পাশাপাশি ট্রোলও কম হননি অক্ষয় নোরা। একজন লিখেছেন, বউকে বিদেশ পাঠিয়ে এখন নোরার সঙ্গে এসব করে বেড়াচ্ছেন আক্কি। একজন টুইঙ্কল খান্নাকে ট্যাগও করে দিয়েছেন। কেউ আবার কটাক্ষ করেছেন, নোরার পাশে ‘বুড়ো’ অক্ষয়কে মোটেই মানাচ্ছে না। এমনকি অভিনেত্রীকেও কুরুচিকর কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
উল্লেখ্য, আগামীতে ‘সেলফি’ ছবিতে দেখা যাবে অক্ষয়কে। একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর সঙ্গে থাকছেন ইমরান হাশমি, নুসরত ভারুচা এবং ডায়ানা পেন্টিও।