বাংলাহান্ট ডেস্ক : আলোর উৎসব দীপাবলি। আর এই দীপাবলির আগেই অযোধ্যায় চলছে মহা তোড়জোড়। উদ্বোধনের পর প্রথম দীপাবলিতে অযোধ্যার রাম মন্দির আলোকিত হতে চলেছে ২৮ লক্ষ প্রদীপের আলোয়। এই তোড়জোড়ের মাঝেই এবার এক বড়সড় কাণ্ড ঘটিয়ে বসলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। ১ কোটি টাকা দান করলেন তিনি অযোধ্যায়। কিন্তু কেন? কাদের জন্য? কারণটা জানলে অবাক না হয়ে পারবেন না।
প্রায়ই দান করে থাকেন অক্ষয় (Akshay Kumar)
দানধ্যানের জন্য যথেষ্ট সুপরিচিতি রয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar)। মাঝে মাঝেই তাঁর অনুদান দেওয়ার খবর চর্চায় উঠে আসে। প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা কোনো সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা যায় অক্ষয়কে (Akshay Kumar)। যেমন দু হাতে রোজগার করেন, তেমনি দানধ্যানের সময়ও পিছিয়ে থাকেন না তিনি। তবে এবার তিনি যা করলেন তাতে মানুষ যেমন অবাক হয়েছে, তেমনি ধন্য ধন্যও করছেন অভিনেতাকে।
অযোধ্যায় ১ কোটি দিলেন অভিনেতা
আসলে অযোধ্যার খাওয়ানোর জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় (Akshay Kumar)। জানা যাচ্ছে, ভারতীয় সংষ্কৃতি রক্ষা, প্রাণী সুরক্ষা এবং ভগবান শ্রীরামের আশীর্বাদ পেতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে, অঞ্জনা সেবা ট্রাস্টের তরফে অযোধ্যার হনুমানদের খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছিল। তখনই বিশেষ অনুরোধ করা হয় অক্ষয়কে (Akshay Kumar)।
আরো পড়ুন : ‘অনেক উঁচুতে উঠে…’, কালীপুজোর আগেই বড়মায়ের স্বপ্নাদেশ! শ্রুতির অভিজ্ঞতা শুনলে কাঁটা দেবে গায়ে
কাদের জন্য এত টাকা দিলেন
সূত্রের খবর বলছে, অঞ্জনা সেবা ট্রাস্টের প্রধান জগৎগুরু স্বামী রাঘবাচার্য জি মহারাজ এই উদ্যোগে অংশ নিতে বলেন অক্ষয়কে। রাজিও হয়ে যান তিনি। আসলে এমনটা অক্ষয়ের কাছে নতুন নয়। এমনকি ট্রাস্টের এক সদস্যও জানান, অক্ষয় (Akshay Kumar) মাঝেমধ্যেই তাঁর স্বর্গীয় বাবা মা এবং শ্বশুর মশাইয়ের নামে অর্থ দান করে থাকেন। তিনি আরো জানান, অক্ষয় শুধু হনুমানদের খাওয়ানোর জন্য টাকা দিয়েই খালাস নন। শহরের বাসিন্দাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকেও নজর রেখেছেন তিনি। হনুমানদের খাওয়ানোর সময় এবং তারপর যাতে রাস্তায় কোনো আবর্জনা ছড়িয়ে না থাকে, কারোর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখতে বলেছেন অক্ষয় (Akshay Kumar)।
প্রসঙ্গত, বেশ কয়েকবার দেশের সবথেকে বেশি আয়করদাতা হিসেবে উঠে এসেছে অক্ষয়ের নাম। আগে বছরে ৪-৫ টি ছবি মুক্তি পেতে তাঁর। তবে এখন তাঁর ছবির ব্যবসার অঙ্ক অনেকটাই কমে গিয়েছে। তাই ছবির সংখ্যাও সচেতন ভাবেই কমিয়ে এনেছেন অক্ষয়।