পরপর সব ছবি ফ্লপ, ব্যবসায় মন্দা সত্ত্বেও তরুণীর হার্ট ট্রান্সপ্লান্টে ১৫ লক্ষ টাকা অনুদান অক্ষয়ের

বাংলাহান্ট ডেস্ক: ২০২২ বছরটা সিনেমার ব্যবসার দিক দিয়ে মোটেই ভাল কাটেনি অক্ষয় কুমারের (Akshay Kumar)। দর্শকদের সিনেমা উপহার দিতে তো কোনো কার্পণ্য করেননি তিনি। কিন্তু বিনিময়ে ভালবাসা পাননি সেই অর্থে। একটি ছবিও লক্ষ্মী আনতে পারেনি ঘরে। কিন্তু তা সত্ত্বেও অক্ষয় কিন্তু হাত উপুড় করেই রেখেছেন। সম্প্রতি দিল্লির এক তরুণীকে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য ১৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, দিল্লির ওই তরুণীর নাম আয়ুষী শর্মা। তরুণীর দাদু যোগেন্দ্র অরুণ জানান, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর কাছ থেকে এ ব্যাপারে জানতে পারেন অক্ষয়। আর শুনেই সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন অভিনেতা। পরিচালক সেকথা তরুণীর দাদুকে জানালে তিনি বলেন, অর্থ সাহায্য তাঁরা নিতে প্রস্তুত। তবে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে যেন তাদের আটকানো না হয়।

Capsule gill akshay

আয়ুষীর ব্যাপারে তাঁর দাদু জানান, জন্মের পর থেকেই হার্টে সমস্যা ছিল তাঁর নাতনির। ২৫ বছর বয়স হতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালের চিকিৎসক জানান, আয়ুষীর হার্ট আর মাত্র ২৫ শতাংশ সক্রিয় রয়েছে। এমতাবস্থায় হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় ছিল না তাঁদের কাছে।

হার্ট ট্রান্সপ্লান্টের বিপুল খরচের ভার অক্ষয়ের সাহায্যে অনেক কম হয়ে গিয়েছে। ১৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন অভিনেতা। চিকিৎসায় মোট খরচ হতে চলেছে প্রায় ৫০ লক্ষ টাকা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারো সাহায্যের আশ্বাস দিয়েছেন অক্ষয়। এখন তাঁরা একজন ডোনারের অপেক্ষায় রয়েছেন বলে জানান আয়ুষীর দাদু।

প্রসঙ্গত, একটা লম্বা সময় ধরেই বলিউডের সুপারস্টারদের একজন হয়ে থেকেছেন অক্ষয়। কমেডি বলুন বা রহস্য রোমাঞ্চের থ্রিলার কিংবা বায়োপিক, আক্কি মানেই জমে যাবে, এমনটাই মনে প্রাণে বিশ্বাস করতেন ছবি নির্মাতারা। আর এখন হল মালিকরা বসে কার্যত মাছি তাড়াচ্ছেন। অনেকদিন ধরেই ছবি ফ্লপ হচ্ছে অক্ষয়ের। কিন্তু এর মধ্যেও তাঁর এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর