মিঠুন তিন বারের জাতীয় পুরস্কার বিজেতা, আবারো পেতে পারেন, ছোটবেলার বন্ধুর প্রশংসা চিরঞ্জিতের

বাংলাহান্ট ডেস্ক: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty), অভিনয় জগতের দুই তারকা রাজনৈতিক জগতেও সতীর্থ‌‌। তবে বিপক্ষ দলের। কিন্তু তাঁদের মধ‍্যে বরাবর রাজনৈতিক সৌজন‍্যবোধই দেখা গিয়েছে। অভিনয়ে নিজের সিনিয়র মিঠুনের শিল্পীসত্ত্বার ভূয়সী প্রশংসা করেছেন বারাসতের তৃণমূল বিধায়ক। এবার ফের ‘মহাগুরু’কে বাহবা দিলেন চিরঞ্জিত।

মিঠুন দেবের যুগলবন্দিতে বাংলা ছবির জগতে একের পর এক রেকর্ড ভাঙছে ‘প্রজাপতি’। ছবির বক্স অফিস সংগ্রহ যাবতীয় বিতর্ক ধূলিসাৎ করে দিয়েছে। উপরন্তু সিনেমা সমাবর্তন উৎসবে সেরা অভিনেতা পপুলার বিভাগে পুরস্কৃত হয়েছেন মিঠুন। সমালোচকদের উদ্দেশ‍্যেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

chiranjit mithun
সদ‍্য অনুষ্ঠিত ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিত হন মিঠুন। ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে চিরঞ্জিতের বক্তব‍্য জানতে চাওয়া হলে তিনি বলেন, খুব ভাল খবর। পুরস্কার পাওয়া যে কোনো শিল্পীর কাছে সম্মানের ব‍্যাপার।

তবে তিনি এও বলেন, বিতর্কটা আলাদা বিষয়। নন্দনে প্রজাপতির শো না পাওয়া নিয়ে এর কোনো সম্পর্ক নেই। শো পেতে আবেদনের পদ্ধতিতে কিছু ত্রুটি ছিল বলে দাবি করেন চিরঞ্জিত। মিঠুনকে নিজের ছোটবেলার বন্ধু বলে বিধায়ক অভিনেতা মন্তব‍্য করেন, ‘হি ইজ জাস্ট ফ‍্যান্টাস্টিক’।

মিঠুনের বাড়িতে রাত কাটানোর কথা জানিয়ে চিরঞ্জিত বলেন, সম্প্রতি উটিও গিয়েছিলেন তাঁরা। তিনিই বলেছিলেন, মিঠুন একমাত্র অভিনেতা যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। আবারো পেতে পারেন। এখানে অস্বীকার করার জায়গাই নেই।

এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও মিঠুনের আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন চিরঞ্জিত। তিনি বলেছিলেন, ‘আপনি যদি আমাকে গালাগালি করেন, তাহলে আমার মেয়ের বিয়েতে আপনাকে কেন ডাকব? ব্যাপারটা এক্ষেত্রে অনেকটা তেমনি’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর