বাংলাহান্ট ডেস্ক: ফের মানবিকতার নিদর্শন দিলেন অক্ষয় কুমার (Akshay kumar)। লকডাউনের মধ্যে কাজের অভাবে চরম দুর্দশায় পড়েছেন সিনেপাড়ার কলাকুশলীরা। এবার তাদের কথা ভেবেই সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের হাতে ৪৫ লক্ষ টাকা অনুদান তুলে দিলেন অভিনেতা।
সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে অক্ষয়ের এই অনুদানের কথা। এর ফলে প্রায় ১৫০০ দৈনিক রোজগেরে শ্রমিক উপকৃত হয়েছেন। ওই শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে জমা দেওয়া হয়েছে।
এর আগে করোনা মোকাবিলায় মুম্বই পুলিস ফাউন্ডেশনকে ২ কোটি টাকা অর্থসাহায্য করেছেন অক্ষয়। বারংবার নানা ভাবে করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা।
তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল পিএম কেয়ারসে ২৫ কোটির অনুদান দিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, ২৫ কোটির পর আরও তিন কোটি টাকা করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করেন বলিউডের ‘খিলাড়ি কুমার’। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসিকে আর্থিক অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয়।
তারপর থিয়েটার কর্মীদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়। লকডাউনে তাদের দুর্দশার কথা শুনে চলতি মাসের বেতনের ব্যবস্থা করেছেন অভিনেতা।
সম্প্রতি করোনা মোকাবিলায় পুলিসকর্মীদের হাতে বিশেষ রিস্ট ব্যান্ড তুলে দেন অক্ষয় কুমার। করোনা আক্রান্ত কোনও ব্যক্তি কাছাকাছি থাকলেই এই বিশেষ রিস্ট ব্যান্ড সতর্ক করে দেবে। ফলে করোনার সঙ্গে যুদ্ধে আরও সুরক্ষিত থাকতে পারবেন পুলিসকর্মীরা।
A great cause needs your support. Covid doesn’t stop periods, help provide sanitary pads to underprivileged women across Mumbai. Every donation counts : https://t.co/gty1PeX3CT https://t.co/CDgPkoGH82
— Akshay Kumar (@akshaykumar) May 21, 2020
এছাড়াও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অসহায় মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেওয়ার বন্দোবস্তও করেন আক্কি। সেই সঙ্গে অন্যদেরও এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি।