দিতে হবে ২৫ কোটি টাকা, নয়তো… বন্ধুত্ব ভুলে পরেশ রাওয়ালকে ‘আল্টিমেটাম’ দিলেন অক্ষয়! কিন্তু কেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডেও এবার ঘোরতর সঙ্কট। গুরুতর অভিযোগের পাহাড় অভিনেতা পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিরুদ্ধে। এতদিন বিভিন্ন ছবিতে একসঙ্গে কাজ করার পর এবার পরেশকে আইনি নোটিশ পাঠিয়েছেন অক্ষয় কুমার। মাঝপথে ‘হেরা ফেরি ৩’ ছবি থেকে বেরিয়ে যাওয়ার জন্য পথের রাওয়ালের (Paresh Rawal) থেকে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। সেইসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে ‘আল্টিমেটাম’ও।

পরেশকে (Paresh Rawal) আল্টিমেটাম’ অক্ষয়ের

ইতিমধ্যেই জানা গিয়েছে, হেরা ফেরি ৩ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ (Paresh Rawal)। এদিকে এই ছবির প্রযযোজনায় রয়েছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে, আগাম ১১ লক্ষ টাকা নিয়েছিলেন পরেশ এই ছবির চুক্তির সময়। টিজার সহ ছবির বেশ কিছুটা অংশের শুটিং হয়েও গিয়েছিল। এমতাবস্থায় অভিনেতা হঠাৎ ছবি থেকে সরে দাঁড়ানোয় বড় সঙ্কটে পড়েন নির্মাতারা।

Akshay kumar gave legal notice to paresh rawal

কেন ছাড়লেন ছবি: পরেশ রাওয়াল (Paresh Rawal) আগে জানান, এঝর অংশ হচ্ছেন না তিনি। প্রথমে অবশ্য এই ছবিতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু পরিচালকদের সঙ্গে মতের অমিল হওয়ায় ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। ঠিক কী বিষয়ে মতভেদ তা স্পষ্ট না করলেও পরেশের (Paresh Rawal) ছবি এখন আর দেখানো হচ্ছে না ছবির সঙ্গে।

আরও পড়ুন : আকাশ কালো! আজ ফের ঝেঁপে ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

স্বত্ব কেনেন অক্ষয়: প্রসঙ্গত, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার থেকে ছবির স্বত্ব কেনেন অক্ষয়। কিন্তু শুটিং শুরুৎহতেই এই বিপত্তি। শোনা যাচ্ছে, অক্ষয় এবং পরেশের মধ্যে বিবাদের জেরেই নাকি ছবিটি ছাড়েন অক্ষয়।

আরো পড়ুন : জঙ্গি বনাম নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, সকাল থেকে জারি এনকাউন্টার, এলাকায় হাই অ্যালার্ট!

গুঞ্জন বলছে, ছবির জন্য পরেশ রাওয়ালের ২৫ কোটি পারিশ্রমিক দাবি অক্ষয়ের পছন্দ হয়নি। সেই বিবাদের জেরেই নাকি ছবি ছেড়ে দেন পরেশ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X