এত জঘন‍্য কবিতা আগে শোনেননি! সারার কবিতা শুনে মাথাব‍্যথা শুরু অক্ষয়ের

বাংলাহান্ট ডেস্ক: জোরকদমে শুরু হয়ে গিয়েছে অক্ষয় কুমার (akshay kumar) ও সারা আলি খানের (sara ali khan) আগামী ছবি ‘অতরঙ্গি রে’ র শুটিং। এই প্রথম বার এত সিনিয়র একজন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা। তাজমহলে চলছে অতরঙ্গি রে এর শুটিং। সেই শুটিংয়ের নেপথ‍্যের কিছু ছবি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়।

সোমবার ছবিতে শাহজাহানের বেশে অক্ষয়ের লুক শেয়ার করেছিলেন সারা। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানেই শাহজাহানের মতো সেজে হাতে গোলাপ নিয়ে পোজ দিতে দেখা যায় অভিনেতাকে। ক‍্যাপশনে সারা লেখেন, ‘কারণ এর থেকে বেশি অতরঙ্গি কিছু হতে পারে না। শাহজাহান নয়, ইনি মিস্টার কুমার।’

Sara Ali Khan

শুধু অক্ষয়ের ছবি শেয়ার করেই ক্ষান্ত হলেন না সারা। তাজমহল ও অক্ষয়কে নিয়ে ছন্দ মিলিয়ে একটি কবিতাও শোনান তিনি। সেই কবিতা শুনে মাথায় হাত অভিনেতার। বলেই বসলেন, এত জঘন‍্য কবিতা আগে কখনো শোনেননি তিনি। তবে চেষ্টাও চালিয়ে যেতে বললেন সারাকে।

https://www.instagram.com/p/CJDHUsBpAEQ/?igshid=6x02pwkb2yqk

তাজমহলে অতরঙ্গি রে শুটিংয়ের কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অক্ষয়কে শাহজাহানের বেশে দেখা গেলেও সারার পরনে ছিল রানি রঙের লেহেঙ্গা চোলি। সেই সব ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। উল্লেখ‍্য, অক্ষয় সারা ছাড়াও ছবিতে রয়েছেন ধনুষ।

https://www.instagram.com/tv/CJEKKbFJ7p7/?igshid=nxppjif66lci

এর আগেও অতরঙ্গি রে ছবির শুটিং থেকে একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় প্রকাশ‍্য রাস্তায় সারাকে হঠাৎ কোলে তুলে জড়িয়ে ধরেন অক্ষয়। ভিডিওটি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। অপরদিকে আক্কি নিজেও শুটিং সেট থেকে কিছু ছবি শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CJFHMr2hYhs/?igshid=bunscv8nxbmc

 

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই এই ছবির ঘোষনা করেন সারা। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায় অক্ষয় ও ধনুষের মাঝে রয়েছেন তিনি। দুজনে দুদিক থেকে তাঁর গালে চুম্বন এঁকে দিচ্ছেন। এই ভাবেই আগামী ছবির ঘোষনা করেন সইফ কন্যা। আগামী বছর ভ‍্যালেন্টাইনস ডে তে মুক্তি পাবে সারা, অক্ষয় ও ধনুষ অভিনীত ‘অতরঙ্গি রে’। পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর