একেই বলে দেশভক্তি, স্বাস্থ‍্যকর্মীদের পর এবার থিয়েটার শিল্পীদের জন‍্য সাহায‍্যের হাত বাড়ালেন অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার সংবাদ শিরোনামে অক্ষয় কুমার (Akshay Kumar)। করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে বারংবার দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। এবার থিয়েটার কর্মীদের (theatre artists) সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয়। লকডাউনে তাদের দুর্দশার কথা শুনে চলতি মাসের বেতনের ব‍্যবস্থা করেছেন অভিনেতা।
সূত্রের খবর, দেশ জুড়ে লকডাউনের পরিস্থিতিতে থিয়েটার কর্মীদের শোচনীয় অবস্থার কথা জানতে পারেন অক্ষয়। কাজ না থাকায় কার্যত অভুক্ত অবস্থায় থাকতে হচ্ছে তাদের। এরপরেই থিয়েটার কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। চলতি মাসের বেতন পাওয়ার বন্দোবস্তও করে দেন। কোনও সমস‍্যায় পড়লে তিনি যে পাশে আছেন তারও আশ্বাস দেন অক্ষয়।
এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল পিএম কেয়ারসে ২৫ কোটির অনুদান দিয়েছিলেন অক্ষয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন‍্য যে ত্রাণ তহবিল শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই এই টাকা দান করেছেন অভিনেতা।

vbk Akshay Kumar 1 1
এর জন‍্য দীর্ঘদিনের সঞ্চিত পুঁজি ভাঙতে হয়েছে তাঁকে। এই পরিমাণ টাকা দেওয়ার প্রসঙ্গে অক্ষয় বলেন, একটা সময় তিনি কপর্দকশূন‍্য ছিলেন। কিন্তু এখন যখন তাঁর সামর্থ‍্য রয়েছে তখন তিনি অসহায়দের পাশে দাঁড়াবেন।
শুধু তাই নয়, ২৫ কোটির পর আরও তিন কোটি টাকা করোনা মোকাবিলায় আর্থিক সাহায‍্য করেন বলিউডের ‘খিলাড়ি কুমার’। বৃহন্মুম্বই মিউনিসিপ‍্যাল কর্পোরেশন বা বিএমসিকে আর্থিক অনুদান দিয়ে সাহায‍্যের হাত বাড়িয়ে দেন অক্ষ‍য়।
চিকিৎসক, নার্স ও অন‍্যান‍্য স্বাস্থ‍্যকর্মীদের জন‍্য পিপিই, মাস্ক, করোনা পরীক্ষা করার কিট ও অন‍্যান‍্য অত‍্যাবশ‍্যকীয় জিনিস কেনার জন‍্য বিএমসির হাতে এই টাকা তুলে দেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর