কোনোমতে ছবি বানিয়ে ফ্লপ করেন অক্ষয়! মাধবনের খোঁচায় তেলেবেগুনে জ্বলে উঠলেন ‘খিলাড়ি’

বাংলাহান্ট ডেস্ক: ‘রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট’  মুক্তির আগে থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে আর মাধবনের (R Madhavan)। তাঁর কথার সূত্র ধরে কখনো ট্রোল হচ্ছে, আবার কখনো জল্পনা চলছে। সম্প্রতি তাঁর আরো একটি মন্তব‍্য বিতর্ক উসকে দিয়েছে। যে অভিনেতারা নিজেদের সিনেমার প্রতি সম্পূর্ণ পরিশ্রম, মনোযোগ দেন না তাদের কটাক্ষ শানালেন মাধবন। অনেকের মতে, পরোক্ষে অক্ষয় কুমারের (Akshay Kumar) উদ্দেশেই তীরটা ছুঁড়েছেন তিনি।

সম্প্রতি মাধবনের একটি ভিডিও ব‍্যাপক ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দুই ধরণের অভিনেতাদের ব‍্যাপারে কথা বলতে শোনা যায় তাঁকে। যারা ৪০-৪৫ দিনে ছবির শুটিং সেরে ফেলে, আর যারা এক বছর বা তারও বেশি সময় ধরে শুটিং করে ছবি তৈরি করে।

madhavaan nambi c
মাধবন বলেন, “‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুন চরিত্রটির মধ‍্যে ঢুকে গিয়েছিলেন সম্পূর্ণ। তিনি এত সুদর্শন, এত ভাল নাচেন, তবুও চরিত্রটির প্রয়োজনে রোম‍্যান্স, নাচ দুটোই করেছেন। আমার মতে অভিনেতাদের একটা দায়িত্ব থাকা উচিত। তিন চার মাসে ছবি তৈরি হয় না। বছরের পর বছর লেগে যায়।”

মাধবন আল্লু অর্জুন ছাড়া কোনো অভিনেতার নাম না নিলেও অনেকেই মন্তব‍্য করেছেন, তাঁর কটাক্ষটা অক্ষয়ের দিকেই ছিল। কারণ বেশ কিছুদিন আগে সম্রাট পৃথ্বীরাজ ফ্লপ হওয়ার পর অক্ষয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন প্রযোজক আদিত‍্য চোপড়া।

অক্ষয় নাকি হাতে একগাদা ছবি রাখেন। তারপর এক একটা ছবি কোনোমতে দায়সারা ভাবে সারেন। কোনো ছবির প্রতিই নিজের সম্পূর্ণটা দেন না। পৃথ্বীরাজ চরিত্রটির জন‍্য আসল গোঁফ পর্যন্ত বাড়াতে চাননি অক্ষয়! এখন মাধবনের এই মন্তব‍্য অক্ষয়ের জন‍্যই বলে দাবি করছেন নেটনাগরিকরা।

akshay kumar afp 1107629 1652092998
বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছিল অক্ষয়কেও। রীতিমতো ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “আমার ছবিগুলোর শুটিং শেষ হয়ে যায়। কী করব? এবার এক পরিচালক এসে যদি আমাকে বলেন আপনার কাজ শেষ, আমি কি তার সঙ্গে মারামারি করব?” অক্ষয়ের সঙ্গে সহমত হন তাঁর আগামী ছবি ‘রক্ষাবন্ধন’ এর পরিচালক আনন্দ এল রাই ও। তিনি বলেন, অক্ষয় বারবার বলেন তাঁর ৪০-৪৫ দিন লাগে এক একটি ছবি শেষ করতে। তাই সবার এমন ধারণা হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর