সব টাকার খেলা! বছর ঘুরতে না ঘুরতেই পান মশলার বিজ্ঞাপনে অজয়-শাহরুখ-অক্ষয়

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে ‘মিশন রানীগঞ্জ’র (Mission Raniganj) সাফল্যে বিভোর হয়ে আছেন খিলাড়ি কুমার অক্ষয় (Akshay Kumar)। আর হবেন নাই বা কেন, একটা লম্বা সময় পর সাফল্যের মুখ দেখেছেন তিনি। অক্ষয়ের এই ছবি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও বিগত সময়ের ভরাডুবির চেয়ে তো অনেক ভালো। তবে সেটাও আর খুব বেশিক্ষণ সইলনা অক্ষয়ের কপালে। আবারও চরম সমালোচনার সম্মুখীন হলেন অভিনেতা।

অনেকেরই হয়তো মনে আছে, আজ থেকে বছর খানেক আগে একটি বিজ্ঞাপনের জন্য চরম কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অজয়-অক্ষয় আর শাহরুখকে। আর সেই বিজ্ঞাপনটি ছিল পান মশালার ব্র্যান্ড বিমলের। সেই সময় ভক্তদের প্রতিক্রিয়া দেখে ক্ষমাও চেয়েছিলেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখেছিলেন, ‘আমি দুঃখিত। আমি আপনার কাছে, আমার সমস্ত ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমা চাইছি। যদিও আমি তামাককে সমর্থন করি না এবং করবও না।’

কিন্তু কোথায় কী! আবারও বিমলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর রীতিমত চক্ষু চড়কগাছ ভক্তদের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়িতে বসে রয়েছেন শাহরুখ এবং অজয়। তারা অক্ষয়কে ডেকে ডেকে নাজেহাল। কারণ অক্ষয় তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে মত্ত।

আরও পড়ুন : ত্রিশূলও হাওয়া, মহিষাসুরও গায়েব! ফোন হাতে অস্থির ‘দুর্গা’ অপরাজিতা, ব্যাপারটা কী?

এমন পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখে বিমলের প্যাকেট ছিঁড়ে সেটা মুখে পুরে দেন অজয়। আর সেই গন্ধ গিয়ে পৌঁছায় অক্ষয়ের নাকে। গন্ধ শুঁকে নিচে নেমে আসেন তিনি। সম্প্রতি এই ভিডিওটি সামনে আসার পর থেকেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মিমাররা তো রীতিমতো ট্রোলিং-এ ব্যস্ত। সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছেননা শাহরুখ-অজয়ও।

আরও পড়ুন : সলমনের সাথে ঝামেলার জের! প্রভাব খাটিয়ে বরবাদ করতে চেয়েছিলেন এই ৪ অভিনেতার কেরিয়ার

এইদিন এক ইউজার লেখেন, ‘অক্ষয়কে লোকেদের কাছ থেকে কথা শুনতেই হবে। তিনি বলেছিলেন যে তিনি তামাকের বিজ্ঞাপন আর করবেন না। তাহলে তিনি আবার কেন এমন করলেন?’ অপর একজন লিখেছেন, ‘বিমলের বিজ্ঞাপন করতে যাচ্ছিলেন না অক্ষয় কুমার, তারপর কী হল? এই সিদ্ধান্ত কী? এটা কি তবে তামাক নয়, কিছু স্বাদযুক্ত সুপারি!’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর