বাংলাহান্ট ডেস্ক: প্রেক্ষাগৃহ খুলতেই চেনা ফর্মে অক্ষয় কুমার (akshay kumar)। প্রত্যাশা মতোই হাউজফুল হয়েছে ‘সূর্যবংশী’ (sooryavanshi)। গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছিল অক্ষয় ক্যাটরিনা অভিনীত এই কপ ড্রামা। মাত্র ৫ দিনেই ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল সূর্যবংশী। আর এই ছবির হাত ধরেই বক্স অফিসে ১৫ তম সেঞ্চুরি করে সলমন খানের (salman khan) সঙ্গে মুখোমুখি টক্করে নামলেন অক্ষয়।
সেরা বলিউড অভিনেতাদের সর্বোচ্চ ব্যবসা করা ছবির তালিকায় একেবারে শীর্ষে জায়গা করে নিলেন অক্ষয় ও সলমন। তবে আগামীতে সলমনের ‘অন্তিম’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতেও বড় বাজি মারতে পারেন ভাইজান।
সূর্যবংশী ছবিতেই সবথেকে দ্রুত ১০০ কোটির ক্লাবে পৌঁছালেন অক্ষয়। প্রথম পাঁচদিনেই দুরন্ত ব্যবসা করেছে এই ছবি। ২০১৯ এ যখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, করোনার নামও কেউ জানত না, তখনি আসল খেল দেখিয়েছিলেন অক্ষয়। হাউজফুল ৪, গুড নিউজ, মিশন মঙ্গল এর মতো ছবি ২০০ কোটির ব্যবসা করেছিল। ওই বছরেই কেশরি ছবি পৌঁছেছিল ১৫০ কোটির ক্লাবে। ২০১৯ বছরটা অক্ষয়ের কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে।
ফিল্ম বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই কেশরিকে ছাপিয়ে যাবে সূর্যবংশী। ব্যবসার দিক থেকে অক্ষয়ের সেরা ৫ টি ছবির মধ্যে সূর্যবংশীর নাম ওঠা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এক নজরে দেখে নিন এখনো পর্যন্ত অক্ষয়ের সর্বোচ্চ মুনাফা করা ছবিগুলির তালিকা-
মিশন মঙ্গল- ২০৩ কোটি
২.০ (হিন্দি)- ১৮৯ কোটি
কেশরি- ১৫৪ কোটি
টয়লেট এক প্রেম কথা- ১৩৪ কোটি
রাউডি রাঠোর-১৩৩ কোটি
এয়ারলিফট- ১২৯ কোটি
রুস্তম- ১২৮ কোটি
জলি এল এল বি ২- ১১৭ কোটি
হাউজফুল ২- ১১৬ কোটি
হলিডে- ১১৩ কোটি
হাউজফুল ৩- ১০৯ কোটি
গোল্ড- ১০৫ কোটি
সূর্যবংশী- ১০৩.৫৯ কোটি (পাঁচ দিনের হিসাব)