হল না শেষরক্ষা, মাকে হারিয়ে ভেঙে পড়লেন অক্ষয় কুমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরপর খারাপ খবর বলিউডে। প্রয়াত হলেন অভিনেতা অক্ষয় কুমারের (akshay kumar) মা অরুণা ভাটিয়া। গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই লন্ডন থেকে শুটিং বাতিল করে দেশে ফিরেছিলেন অক্ষয়। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার সকালে সোশ‍্যাল মিডিয়ায় মায়ের মৃত‍্যুর খবর দিয়ে ভেঙে পড়েছেন অক্ষয়।

শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না অভিনেতার মায়ের। মুম্বইয়ের হীরানন্দিনী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। অপরদিকে অভিনেতা ছিলেন লন্ডনে। রঞ্জিত তিওয়ারির সঙ্গে সিন্ডারেলা ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই শুটিং বাতিল করে দেশে ফিরে আসেন তিনি। তার দুদিন পরেই খারাপ খবর দিতে হল অক্ষয়কে।


নেটমাধ‍্যমে শোকপ্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘উনি আমার শিকড় ছিলেন। আর আজ আমার অস্তিত্বের শিকড়ে একটা অসহ‍্য যন্ত্রণা অনুভব করছি আমি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে এই জগৎ ছেড়ে পরলোকে আমার বাবার কাছে পাড়ি দিয়েছেন। আমার এবং আমার পরিবারের এই কঠিন সময়ে আপনাদের সাহায‍্য ও প্রার্থনা কামনা করি। ওম শান্তি।’


গত বছরেই লন্ডনে ‘বেল বটম’ ছবির শুটিংয়ে গিয়েছিলেন অক্ষয়। সেখানে মায়ের সঙ্গে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, ‘শুটের থেকে কিছু দিন বাঁচিয়ে রাখা লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটানোর জন‍্য। জীবনে যতই ব‍্যস্ত হও না কেন মনে রেখো ওঁরাও বৃদ্ধ হচ্ছেন। তাই যতক্ষণ পারছো ওঁদের সঙ্গে সময় কাটিয়ে নাও।’

প্রসঙ্গত, রঞ্জিত তিওয়ারির ছবি সিন্ডারেলার জন‍্য এই মুহূর্তে শুটিং করছিলেন অক্ষয়। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন রকুল প্রীত সিং। জানা যাচ্ছে ছবিটি মূলত একটি সাইকোলজিক‍্যাল থ্রিলার। উল্লেখ‍্য, অক্ষয়ের সদ‍্য মুক্তিপ্রাপ্ত ছবি বেল বটমেরও পরিচালক ছিলেন রঞ্জিত তিওয়ারি। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়েই ছুটে আসেন অক্ষয়। এবার কবে তিনি শুটিংয়ে ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই।

X