বাংলাহান্ট ডেস্ক : জয়া বচ্চন, একসময়ের ভারতীয় ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এখন একমাত্র চর্চায় আসেন বিতর্কে ভর করে। সংসদ হোক বা বিমানবন্দর, সুযোগ পেলেই তিনি ধমক লাগান অপরকে। কিন্তু এবার তাঁকেই চুপ করিয়ে দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। নাম না করে প্রবীণ অভিনেত্রীকে ‘বোকা’ বলে কটাক্ষ করলেন তিনি। কী ঘটেছে ব্যাপারটা?
অক্ষয়ের (Akshay Kumar) ছবি নিয়ে বিষ্ফোরক জয়া বচ্চন
আসলে সম্প্রতি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটিকে ঘিরে মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। আর তার সূত্রপাত ঘটিয়েছেন জয়াই। সম্প্রতি ‘টয়লেট’ ছবিটির নাম শুনেই তিনি বলে ওঠেন, ‘এমন ছবির নাম শুনেই আমার দেখতে ইচ্ছা করে না’। শুধু তাই নয়, চাপা গলায় তিনি বলে ওঠেন, ছবিটি নাকি ‘ফ্লপ’। এদিকে বক্স অফিস রিপোর্ট বলছে, গোটা বিশ্বে ৩০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে এই ছবি।
মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক: জয়ার মন্তব্য শুনেই রে রে করে উঠেছিলেন অনেকে। টয়লেট: এক প্রেম কথার মতো একটি সামাজিক বার্তাবাহক ছবিকে নিয়ে কেউ এমন মন্তব্য করতে পারেন? প্রশ্ন তুলেছিলেন অনেকে। বক্স অফিসে সফল তো হয়েছিল ছবিটি, উপরন্তু সমালোচকদেরও প্রশংসা কেড়ে নিয়েছিলেন অক্ষয় ভূমিরা। প্রযোজকরা মুখ খুলেছিলেন আগেই, এবার নীরবতা ভাঙলেন অক্ষয় (Akshay Kumar)। ‘কেশরী ২’ এর প্রচারে এসে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি।
আরো পড়ুন : মন্দিরে পাঁঠাবলি দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪ জন! বাঁচল বলি হতে যাওয়া পাঁঠা
কী বললেন অক্ষয়: এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, অন্য অভিনেতা অভিনেত্রীরা যখন তাঁর সামাজিক বার্তাবাহী ছবি নিয়ে মন্তব্য করেন, তখন তাঁর কি খারাপ লাগে না? উত্তরে কারোর নাম না নিয়েই অক্ষয় (Akshay Kumar) বলেন, কেউ যদি এমন ছবির সমালোচনা করে, তাহলে সে ‘বোকা’। তিনি আরো বলেন, টয়লেট, প্যাডম্যান থেকে কেশরী, এইসব ছবি দেখে মানুষ কিছু না কিছু শিখেছেন। এই ছবিগুলি কখনো খারাপ প্রভাব ফেলেনি, বরং সচেতনতা ছড়িয়েছে সমাজে।
আরো পড়ুন : মাত্র ২৪ বছর বয়সে বিয়ে, কোনো উপার্জন করতেন না মনসুর! একা সংসার টানতেন শর্মিলা
তবে এরপরেই জয়ার নাম নিয়ে একজন প্রশ্ন ছুড়ে দেন অক্ষয়ের দিকে। তখন অবশ্য তিনি সাবধানী। বিতর্ক এড়িয়ে অভিনেতা উত্তর দেন, তিনি যদি কিছু বলে থাকেন, তাহলে নিশ্চয়ই তাঁর কিছু মনে হয়েছে বলেই বলেছেন। তাঁর নিশ্চয়ই কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে। এ বিষয়ে তাঁর কিছু বলার নেই বলেই মন্তব্য করেন অক্ষয়।