তাড়িয়ে দিচ্ছিল দেহরক্ষীরা, বাধা দিয়ে সেনা জওয়ানকে পাশে নিয়ে পোজ দিলেন অক্ষয়! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বরাবরই দেশের সুরক্ষায় নিয়োজিত বীর সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এসেছেন অক্ষয় কুমার (akshay kumar)। শুধু সেনা জওয়ানদের গল্প নিয়ে ছবি বানিয়ে টাকা রোজগার নয়, সময় পেলেই সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে সময় কাটিয়ে আসেন আক্কি। তাঁর এমন দায়িত্ববোধের জন‍্য বহু মানুষই অভিনেতার বড় ভক্ত।

ফের একবার নিজের বড় মনের পরিচয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন অক্ষয়। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়, যেখানে এক সেনা জওয়ানের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেতাকে। পাপারাৎজির ক‍্যামেরার সামনে পোজ দেওয়ার জন‍্য দাঁড়িয়েছিলেন অক্ষয়। তখনি অভিনেতাকে দেখতে পেয়ে তাঁর পাশে এসে দাঁড়িয়ে পড়েন এক সেনা জওয়ান।

IMG 20211217 130735
অক্ষয় সঙ্গে সঙ্গে তাঁকে কাছে টেনে নেন পোজ দেওয়ার জন‍্য। কিন্তু বাদ সাধে অভিনেতার দেহরক্ষীরা। তারা সরিয়ে নিয়ে যেতে চান ওই সেনা জওয়ানকে। কিন্তু অক্ষয় বাধা দিয়ে বলেন, “ছবি তুলতে দিন ওঁকে”। সোশ‍্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই অক্ষয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা।

IMG 20211217 131516IMG 20211217 131526
অনেকে লিখেছেন, সেনারাই দেশের আসল হিরো। দেশবাসীর নিরাপত্তা সুরক্ষিত করেন তারা। ওই উর্দির প্রতি অক্ষয় যে সম্মান দেখিয়েছেন তার জন‍্য তাঁকে কুর্নিশ। একই সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতার দেহরক্ষীরাও। আবার কয়েকজন দাবি করেছেন, সেনার পোশাক পরে এসে অনেক ভুয়ো ব‍্যক্তিই ছবি তুলে যায়। এতে অক্ষয়ের নিরাপত্তার ঝুঁকি থাকে। তাই ব‍্যস্ত হয়ে পড়েছিলেন দেহরক্ষীরা।

https://www.instagram.com/reel/CXkgAGbq9k0/?utm_medium=copy_link

প্রসঙ্গত, আগামীতে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে অক্ষয়ের। এর মধ‍্যে ‘অতরঙ্গি রে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে রয়েছেন সারা আলি খান, অক্ষয় ও ধনুষ‌। এছাড়াও ‘রাম সেতু’ ছবির শুটিং করছেন তিনি। মাস কয়েক আগে লন্ডনে রঞ্জিত তিওয়ারির সঙ্গে সিন্ডারেলা ছবির শুটিং করছিলেন তিনি। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে মুম্বই ফিরতে হয় তাঁকে। শেষবার অক্ষয়কে দেখা গিয়েছিল সূর্যবংশী ছবিতে। কোটি কোটি টাকার ব‍্যবসা করেছিল ছবিটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর