বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ইতিমধ্যেই তিনটি রাজ্যে ছবির টিকিট করমুক্ত করার কথা ঘোষনা করা হয়েছে। ছবির টিমের পাশে দাঁড়িয়ে ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার কলাকুশলীদের বাহবা দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।
বিশেষ করে অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) প্রশংসা করেছেন তিনি। টুইটে অক্ষয় লিখেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলসে আপনার পারফরম্যান্সের ব্যাপারে অনবদ্য প্রতিক্রিয়া পাচ্ছি। দর্শকরা আবারো বড় সংখ্যায় প্রেক্ষাগৃহে ফিরছে, এটা দেখেই ভাল লাগছে। আশা করছি খুব শীঘ্রই ছবিটি দেখতে পারব। জয় আম্বে।’
গত শনিবার প্রথমে হরিয়ানা সরকারের তরফে করমুক্তির কথা ঘোষনা করা হয়। অর্থাৎ প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে গেলে টিকিটের সঙ্গে অতিরিক্ত কর লাগু হবে না। এরপরেই রবিবার পরপর গুজরাট সরকার এবং মধ্য প্রদেশ সরকারের তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষনা করা হয় টিকিটে করমুক্তির কথা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটে লেখেন, ‘১৯৯০ এ কাশ্মীরি হিন্দুদের যন্ত্রণা, সংগ্রাম, শোকের হৃদয় বিদারক বর্ণনা হল দ্য কাশ্মীর ফাইলস। এই ছবিটি সবার দেখা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মধ্যপ্রদেশে ছবিটির টিকিট করমুক্ত করে দেওয়া হবে।’ তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই ধন্যবাদ জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
Hearing absolutely incredible things about your performance in #TheKashmirFiles @AnupamPKher
Amazing to see the audience back to the cinemas in large numbers. Hope to watch the film soon. Jai Ambe. https://t.co/tCKmqh5aJG— Akshay Kumar (@akshaykumar) March 13, 2022
অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করে ছবির কলাকুশলীরা। পরিচালক বিবেক অগ্নিহোত্রী, প্রযোজক অভিষেক আগরওয়াল ও অভিনেত্রী পল্লবী যোশী সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ছবি এবং কলাকুশলীদেরও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, প্রথম দুদিনেই চমকপ্রদ ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস। আর সবথেকে বড় ব্যাপার হল, উন্মাদনাটা শুধু উত্তর ভারতেই সীমাবদ্ধ নেই। বাংলাতেও কাশ্মীর ফাইলসের চাহিদা আকাশছোঁয়া। কাশ্মীরি হিন্দুদের উপরে অত্যাচারের বাস্তব কাহিনি মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।