বাংলাহান্ট ডেস্ক: শ্রী রামের নাম নিয়ে ‘রাম সেতু’র (Ram Setu) প্রচার শুরু করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। চলতি বছরে এটি তাঁর পঞ্চম মুক্তিপ্রাপ্ত ছবি, যর মধ্যে বেশিরভাগই হয়েছে ফ্লপ। বলিউডের খিলাড়ি কুমার এখন কার্যত ‘ফ্লপ কুমার’ নিমে ব্যঙ্গের শিকার হচ্ছেষ। ‘রাম সেতু’ নিয়ে উচ্চাশা থাকলেও এই ছবিও ধরে রাখতে পারল না অক্ষয়ের কেরিয়ার। ফ্লপ হল রাম সেতুও।
শুরুটা কিন্তু মন্দ হয়নি। প্রথম দিন থেকে ভালোই ব্যবসা করছিল অক্ষয় অভিনীত রাম সেতু। এমনকি বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ এবং রক্ষা বন্ধন মুক্তি পেয়েছিল চলতি বছরে। কিন্তু কোনো ছবিই দর্শক ফেরাতে পারেনি বক্স অফিসে। ব্যবসাও হয়েছিল তথৈবচ। সেখানে রাম সেতু চলতি বছরে অক্ষয়ের সবথেকে বড় ওপেনিং ওয়ালা ছবি হয়ে দাঁড়ায়।
কিন্তু সুখের দিন বেশিদিন থাকেনি। মুক্তির দিনে ভাল ব্যবসা করলেও ধীরে ধীরে ব্যবসার অঙ্কটা কমতে থাকে রাম সেতুর। দশম দিনে ২.২০ কোটি টাকা তুলতে পেরেছে ছবিটি। এতদিনে মোট ৬৬.৪০ কোটি টাকার ব্যবসা করেছে রাম সেতু। খুব ধীর গতিতে ৭০ কোটির দিকে এগোচ্ছে ছবিটি। তবে রাম সেতুর ব্যবসার হাল দেখে ফিল্ম সমালোচকরা ইতিমধ্যেই ছবিটিকে ফ্লপ ঘোষনা করেছেন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মুক্তি পেয়েছিল রাম সেতু। ওই একদিনেই মুক্তি পেয়েছিল অজয় দেবগণ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’। কিন্তু বক্স অফিসে টিকতেই পারেনি থ্যাঙ্ক গড। রাম সেতুর থেকেও খারাপ ফল করে আগেই প্রেক্ষাগৃহ থেকে সরে গিয়েছে থ্যাঙ্ক গড।
রাম সেতু ছবির দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। কারণ এই ছবির উপরেই অক্ষয়ের স্টারডমের অনেকটাই নির্ভর করছিল। দিওয়ালি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাম সেতু। অন্য সময় হলে হলিডে রিলিজের সুযোগ নিয়ে খুব সহজেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলত ছবিটি। কিন্তু এখন বলিউডের পরিস্থিতি অন্য রকম। ১০০ কোটি তুলতেও কালঘাম ছুটে যাচ্ছে তাবড় সুপারস্টারদের। তবে অক্ষয় অবশ্য থেমে নেই। আগামীতে ফের ছত্রপতি শিবাজির ভূমিকায় দেখা যাবে তাঁকে।