ছবি আর পছন্দ হচ্ছে না দর্শকদের, ‘সব আমারই দোষ’, অবশেষে স্বীকার করলেন অক্ষয় কুমার

বাংলাহান্ট ডেস্ক: বচ্চন পাণ্ডে, অতরঙ্গি রে, সম্রাট পৃথ্বীরাজ আর এখন রক্ষা বন্ধন। নাগাড়ে ফ্লপ ছবি উপহার দিচ্ছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এক সময়ের ২০০-৩০০ কোটি টাকার ক্লাবের সদস‍্য এখন ৫০ কোটি তুলতেই হিমশিম খাচ্ছেন। শেষ ছবিটি বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। তবুও হেলদোল দেখা যায়নি অক্ষয়ের। উপরন্তু আরো এক ছবির টিজার রিলিজ করেছেন তিনি।

অক্ষয়ের ‘কাঠপুতলি’র টিজার নিয়েও ট্রোল করেছেন নেটিজেনরা। লাগাতার হাসির পাত্র হতে হতে অবশেষে মুখ খুলেছেন অক্ষয়। তাঁর ছবি আর পছন্দ হচ্ছে না দর্শকদের। এ জন‍্য অন‍্য কেউ নয়, বরং তিনি নিজেই দায়ী, স্বীকার করলেন অভিনেতা।

Akshay kumar 2
নিজের আসন্ন ছবি ‘কাঠপুতলি’র টিজার সম্প্রতি প্রকাশ‍্যে এসেছেন অক্ষয়। এবার এক সাংবাদিক সম্মেলনে নিজের ছবি লাগাতার ফ্লপ হওয়ার প্রসঙ্গে মুখ খোলেন তিনি। ‘খিলাড়ি’ কুমার বলেন, “আমার ছবি যদি না চলে তাহলে সেটা আমাদের দোষ, আমার দোষ। আমার উচিত বদল আনা, আমার বোঝা উচিত যে দর্শক কী চাইছে।”

তিনি আরো বলেন, “আমি বদল আনতে চাই। আমি চাই নিজের কাজের ধরণ বদলাতে চাই আর বুঝতে চাই যে কোন ধরণের ছবি আমাদের বানানো উচিত। অন‍্য কেউ নয়, বরং দোষটা আমারই।”

বড়পর্দায় পরপর ছবি ফ্লপ হতে এবার OTT তে রিলিজ করছেন অক্ষয়। এটা কি নিরাপদ জায়গায় থাকার জন‍্য? উত্তরে অক্ষয় বলেন, “এটা নিরাপদ নয়। এখানেও দর্শকরা বলেন তাদের ট্রেলার পছন্দ হল নাকি হল না। কোনোটাই নিরাপদ নয়। এখানেও দর্শকরা ছবি দেখবেন, সমালোচকরা ছবি দেখবেন, মিডিয়া ছবি দেখবে আর তারপর প্রতিক্রিয়া দেবে। তাই কঠোর পরিশ্রম করে যেতেই হবে।”

অক্ষয় আরো বলেন, করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তাঁরা ছবি রিলিজ করতে পারেননি। কাজগুলো জমা হয়েছে। চারটি ছবি জমা হয়ে রয়েছে তাঁর। করোনা পরিস্থিতি না হলে এমন পরপর ছবি রিলিজ করতে হত না।


Niranjana Nag

সম্পর্কিত খবর