ফ্লপের হ‍্যাটট্রিক বক্স অফিসে, মুখ ফেরাচ্ছেন দর্শকরা, জলের দরে নিজের ফ্ল‍্যাট বেচে দিলেন অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: সম্পত্তি বেচাকেনা বলিউড (Bollywood) তারকাদের কাছে নতুন কিছু নয়। বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতা অভিনেত্রী মুম্বই জুড়ে একাধিক সম্পত্তির মালিক। এর মধ‍্যে কিছু ফ্ল‍্যাট তারা ভাড়া দেন, আবার পরিস্থিতি খারাপ হলে বিক্রিও করে দেন। যেমনটা করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। অন্ধেরিতে নিজের একটি বিলাসবহুল ফ্ল‍্যাট কার্যত জলের দরেই বেচে দিয়েছেন তিনি।

পশ্চিম অন্ধেরির ট্রান্সকন ট্রায়াম্ফ টাওয়ার ওয়ানে রয়েছে অক্ষয়ের ফ্ল‍্যাট। ১২৮১ বর্গ ফুটের ফ্ল‍্যাটটিতে ৫৯ স্কোয়ার ফুটের একটি ব‍্যালকনিও রয়েছে। জানা যাচ্ছে, ২০১৭ সালে প্রায় ৪.১২ কোটি টাকা দিয়ে ফ্ল‍্যাটটি কিনেছিলেন অক্ষয়। সেটাই এখন ৬ কোটি টাকায় বিক্রি করলেন গায়ক অমল মালিক ও আরমান মালিকের বাবা সঙ্গীত পরিচালক ডাবু মালিককে।

Akshay kumar 2
গত অগাস্ট মাসে দুজনের মধ‍্যে চুক্তি সাক্ষর হয়েছে বলে খবর। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ওই একই প্রোজেক্টে আনুমানিক ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন অক্ষয়। নিয়মিত একাধিক সম্পত্তিতে তিনি বিনিয়োগ করতে থাকেন। ফ্ল‍্যাট বেচা কেনা চলতেই থাকে অভিনেতার।

চলতি বছরের জানুয়ারি মাসেই পশ্চিম খার এলাকার জয় লেজেন্ডে একটি সম্পত্তি কিনেছিলেন অক্ষয়। প্রায় ৭.৮৪ কোটি টাকায় সম্পত্তিটি কিনেছিলেন তিনি। গত বছর আপার ওরলির লোধা এলাকায় ৪.৮৫ কোটি টাকা দিয়ে একটি অফিস কিনেছিলেন অক্ষয়।

প্রসঙ্গত, অক্ষয়কে শেষ দেখা গিয়েছে ‘কাঠপুতলি’ছবিতে। OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পেয়েছিল ছবিটি। দক্ষিণী ছবি ‘রতশাসন’ এর হিন্দি সংষ্করণ তেমন হিট না হলেও ফ্লপও হয়নি। তবে তার আগে ‘রক্ষা বন্ধন’ ছবিটিকে সম্পূর্ণ বয়কট করেছিলেন দর্শকরা। অতরঙ্গি রে, বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজের পর অক্ষয়ের রক্ষা বন্ধনও ফ্লপের মুখ দেখেছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর