বাংলাহান্ট ডেস্ক: বিশ্ব ফুটবলের মহারণের সমাপ্তি ঘটেছে সদ্য। লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বসেরা হয়েছে আর্জেন্টিনা। ভারতেও শুরু হয়েছে অকাল দিওয়ালি। বিভিন্ন শহর সেজে উঠেছে নীল সাদায়। বিনোদুনিয়ার তারকারাও যোগ দিয়েছেন উৎসবে। অনেকে সোজা পৌঁছে গিয়েছেন কাতার। এদিকে মেসির বিশ্বজয়ের সঙ্গে সঙ্গে সংবাদ শিরোনামে উঠে এসেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)।
ভারত ফুটবল বিশ্বকাপে অংশ নিতে না পারলেও একটা বড় সংখ্যক আর্জেন্টিনা সমর্থক রয়েছে এ দেশেই। এই কদিনে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে নীল সাদা জার্সিতে। মিমের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশি সমর্থকরা। আর তার জেরেই চর্চায় অক্ষয়।
নীল সাদা জার্সিতে ‘খিলাড়ি’ অভিনেতার ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দৃশ্যগুলি আসলে ‘হাউজফুল ৩’ ছবির। কিন্তু বিশ্বকাপের আবহে এই দৃশ্যগুলি নিয়েই শুরু হয়েছে মিমের প্রতিযোগিতা। কেউ লিখেছেন, মেসির বায়োপিক আসবে এবার। নাম হবে ‘লিওনেল মেসি: দ্য লেজেন্ড অফ আর্জেন্টিনা’। অক্ষয় নাকি সেই ছবিরই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
https://twitter.com/AadityaB2572002/status/1604566850545016834?s=20&t=RfnmdY435g3eAySC7eWUtg
Akshay Kumar announced a biopic on Messi. Starts preparations. pic.twitter.com/6Qajs7VfdH
— Zaffar 🇮🇳 (@Zaffar_Nama) December 19, 2022
প্রসঙ্গত, একটা লম্বা সময় ধরেই বলিউডের সুপারস্টারদের একজন হয়ে থেকেছেন অক্ষয়। কমেডি বলুন বা রহস্য রোমাঞ্চের থ্রিলার কিংবা বায়োপিক, আক্কি মানেই জমে যাবে, এমনটাই মনে প্রাণে বিশ্বাস করতেন ছবি নির্মাতারা। আর এখন হল মালিকরা বসে কার্যত মাছি তাড়াচ্ছেন। অনেকদিন ধরেই ছবি ফ্লপ হচ্ছে অক্ষয়ের।
আগামীতে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। পরিচালক মহেশ মঞ্জরেকরের এই ছবিটির মাধ্যমেই মরাঠি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন অক্ষয়। এখনো পর্যন্ত ছবির টিজারও প্রকাশ্যে আসেনি, প্রথম লুক দেখেই ক্ষিপ্ত দর্শক। আগামী বছর দিওয়ালির সময়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।