টাকার জন‍্য এত পাগল! মায়ের মৃত‍্যুর দুদিন পর লন্ডন যাওয়া নিয়ে বেনজির ট্রোলের শিকার অক্ষয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র দুদিন হয়েছে মাকে হারিয়েছেন অক্ষয় কুমার (akshay kumar)। এই সময়েও তাঁকে ট্রোলের হাত থেকে রেহাই দিল না নেটজনতার একাংশ। গত বুধবার প্রয়াত হয়েছেন মা অরুণা ভাটিয়া। আর শুক্রবারই সপরিবারে অভিনেতাকে দেশ ছাড়তে দেখে কুৎসিত ট্রোল শুরু করে দিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। তারকাদের কাছে নিজেদের আপনজনের থেকে টাকা আগে, এমন কটাক্ষও শুনতে হয়েছে অক্ষয়কে।

গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয়ের মা। মুম্বইয়ের হীরানন্দিনী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। অপরদিকে অভিনেতা তখন ছিলেন লন্ডনে। রঞ্জিত তিওয়ারির সঙ্গে সিন্ডারেলা ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই শুটিং বাতিল করে দেশে ফিরে আসেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার সকালে প্রয়াত হন অভিনেতার মা।


মায়ের মৃত‍্যুর পরের দিন বৃহস্পতিবার ছিল অক্ষয়ের জন্মদিন। এ বছর এই বিশেষ দিনটা যেন অভিশাপ হয়ে এসেছে অভিনেতার জীবনে। বলা বাহুল‍্য, কোনো রকম কোনো উদযাপনই হয়নি অক্ষয়ের এবছরের জন্মদিনে। পরের দিনেই অর্থাৎ শুক্রবার সপরিবারে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অক্ষয়।

https://www.instagram.com/p/CTosyrgMLMM/?utm_medium=copy_link

এদিন অক্ষয় ও টুইঙ্কল খান্নার সঙ্গে ছিলেন তাঁদের ছেলে আরভ এবং মেয়ে নিতারাও। শোনা যায় শহর ছেড়ে লন্ডন পাড়ি দিয়েছেন তাঁরা। পাপারাৎজির দৌলতে ছবিগুলি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যেন ঝাঁপিয়ে পড়েছেন নেটনাগরিকরা। অক্ষয়কে ট্রোল করার কোনো সুযোগই ছাড়তে রাজি নন তারা।


একজন লিখেছেন, ‘মা চলে গিয়েছেন দুদিনও হয়নি আর সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে ওঁদের জন‍্য।’ আবার আরেকজনের কটাক্ষ, দুদিন আগে শোক পালন করছিলেন আর আজ ঘুরতে যাচ্ছেন। এতে প্রমাণ হয় যে টাকাই কথা বলে। কয়েকজনের বক্তব‍্য, তারকাদের আবেগ বলে কোনো বস্তু নেই। টাকাই তাদের কাছে সব।


যদিও অক্ষয়ের অনেক অনুরাগীই অভিনেতার পক্ষ নিয়ে রুখে দাঁড়িয়েছেন ট্রোলারদের বিরুদ্ধে। তারা স্পষ্ট করেছেন, অভিনেতা ঘুরতে নয়। ব‍রং তাঁর ফেলে আসা ছবির শুটিং শেষ করতে যাচ্ছেন। ভারতে চলে আসার আগে লন্ডনে তাঁর সিন্ডারেলা ছবির শুটিং চলছিল। মায়ের অসুস্থতার খবর পেয়েই সব ফেলে ছুটে আসেন অভিনেতা। কিন্তু দীর্ঘদিন শুটিং বন্ধ রাখলে প্রযোজনা সংস্থার ক্ষতির ব‍্যাপারে ভেবেই শোকের মধ‍্যেও কাজে ফিরছেন অক্ষয়।

X